২০১৪ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত তাপস মণ্ডল। প্রভাবশালীদের সাহায্যে অর্থের বিনিময়ে অযোগ্যদের নিয়োগ করেছিলেন তিনি। বৃহস্পতিবার হেফাজতের মেয়ার শেষে তাপস – কুন্তল – নীলাদ্রি ঘোষকে আদালতে পেশ করে এমনই দাবি করল সিবিআই। এদিন ৩ অভিযুক্তকে ৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, এই দুর্নীতির অন্যতম চক্রী তাপস মণ্ডল। ষড়যন্ত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। ২০১৪ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত তিনি। তাপসের জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই বলে, তাপস মণ্ডল অযোগ্য প্রার্থীদের থেকে টাকা নিয়ে রাজনৈতিক প্রভাবশালীদের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করেছিলেন। এই টাকা কোথায় গেল তা খুঁজে বার করতে তাপসকে আরও জেরা করা প্রয়োজন।গত ১৯ ফেব্রুয়ারি দীর্ঘ জেরার পর নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে গ্রেফতার করে সিবিআই। তদন্তকারীরা জানান, তাপস ও নীলাদ্রি নিজেদের আড়াল করতে তথ্য গোপন করছিলেন। বৃহস্পতিবার তাপস – কুন্তলদের আদালতে পেশের সময় ফের ওঠে ‘কালীঘাটের কাকু’ প্রসঙ্গ। এদিন তাপস মণ্ডল তাঁর সম্পর্কে নতুন কোনও তথ্য না দিলেও বলেন, কুন্তলের সঙ্গে ওনার লেনদেন হয়েছে। ওদিকে কালীঘাটের কাকুকে চেনেন না বলে জানিয়েছেন কুন্তল।