এরকম মন্ত্রী হওয়ার থেকে পঞ্চায়েত প্রধান হওয়া ভালো: শুভেন্দু
1 মিনিটে পড়ুন Updated: 03 Aug 2022, 05:58 PM IST-
শুভেন্দুর পর্যবেক্ষণ, ‘মন্ত্রিসভার তালিকাটা দেখছিলাম। এর মধ্যে এমন ২ জন রয়েছেন যারা ভোটের পর সনাতনিদের ওপর হামলায় সরাসরি অভিযুক্ত। এরা হলেন পার্থ ভৌমিক ও উদয়ন গুহ। NHRC তাদের রিপোর্টে যে রাজনৈতিক গুন্ডাদের নাম করেছিল তার মধ্যে এদের নাম রয়েছে। ওখানে গিয়ে তো এগুলো বলতে পারতাম না। হাসি মুখে থাকতে হত। এতে কোচবিহার ও বারাকপুরের সনাতনিরা খুব আঘাত পেতেন’।