Suvendu Adhikari: হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার কম! চিন্তায় শুভেন্দু, আরএসএস শিবিরে উঠল কথা
1 মিনিটে পড়ুন Updated: 03 Mar 2025, 08:08 PM ISTবার বারই হিন্দুদের প্রসঙ্গ তোলেন শুভেন্দু। এবার ফের উঠল সেই প্রসঙ্গ

উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায় ১ ও ২ মার্চ আরএসএসের সমণ্বয় বর্গ অনুষ্ঠিত হয়েছে। এটা আসলে বিজেপি সহ অন্যান্য যে সহযোগী সংগঠন রয়েছে তাদের সঙ্গে আর এস এসের একটা সমণ্বয় শিবির। সেখানে একাধিক বিজেপি নেতাও উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবেই। বিজেপির প্রতিনিধি হিসাবে সুনীল বনসল, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ ২০জন উপস্থিত ছিলেন। আরএসএস নেতৃত্ব তাঁদের সঙ্গে কথা বলেন। প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সেই সময় প্রার্থী বাছাইয়ের প্রসঙ্গও উঠেছে বলে খবর।
সূত্রের খবর, পারস্পরিক আলোচনার সময় শুভেন্দু অধিকারী রাজ্যে হিন্দু জনসংখ্যার বৃদ্ধির হার ক্রমশ কমছে বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, মুসলিম জনসংখ্য়া বৃদ্ধির হার আগের থেকে কমলেও হিন্দুদের ক্ষেত্রে সেই কমার হার অনেকটাই বেশি। এর কারণ হিসাবে একাধিক বিষয়কে উল্লেখ করেছিলেন শুভেন্দু। তার মধ্য়ে অন্যতম হল, হিন্দু তরুণ-তরুণীদের মধ্যে বিয়ে না করা, লিভ ইনের প্রবণতা, অনেক দম্পতির মধ্য়ে সন্তান জন্ম না দেওয়ার প্রবণতা, অনেকের একটা মাত্র সন্তান থাকা। তবে আরএসএস যে শুভেন্দুর মতামতের সঙ্গে পুরোপুরি সহমত এমনটা নয় বলেই সূত্রের খবর।
এদিকে বিধানসভায় প্রার্থী বাছাই নিয়েও সংঘ পরিবারের আওতায় থাকা অন্য একটি সংগঠন সরাসরি বিজেপির প্রার্থী বাছাই নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু এনিয়ে আরএসএস বিশেষ কথা বাড়াতে চায়নি।
তবে কিছুদিন ধরেই হিন্দুদের একজোট করতে নানা উদ্যোগ নিচ্ছেন শুভেন্দু।
সম্প্রতি সরস্বতী পুজো নিয়ে তাঁর নিজের অভিজ্ঞতার কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports