সন্দেশখালি নিয়ে রাজ্যবাসীর উদ্বেগের কথা বোঝাতে গিয়ে নিজের মায়ের কথা উত্থাপন করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে দিল্লি উড়ে যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মা নিবেদিতা মজুমদারের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, এখন মা আমাকে ফোন করে আমার কুশলের সঙ্গে সন্দেশখালিবাসীরও কুশল জানতে চান।
আরও পড়ুন: গ্রেফতারের সাড়ে ৩ মাস পর জোড়া দফতর হারালেন বালু, কার হাতে গেল দায়িত্ব
দিল্লিতে চলছে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন। হাসপাতালে ভর্তি থাকায় অধিবেশনের প্রথম ২ দিন যোগ দিতে পারেননি তিনি। রবিবার শেষ দিন অধিবেশনে যোগ দিতে বিকেলে দমদম বিমানবন্দর থেকে দিল্লিতে উড়ে যান তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্তবাবু বলেন, ‘আমার পরিবার অরাজনৈতিক। আমি পড়াশুনো করে অধ্যাপক হয়েছিলাম। তার পর রাজনীতিতে যোগ দিয়েছি। রাজনীতিতে যোগদানের পর থেকে রোজ মা ফোন করে ২টো কথা জিজ্ঞাসা করে। খেয়েছিস বাবা? ভালো আছিস তো? এই দুটো প্রশ্নের বাইরে তিনি কোনও দিন কিছু জিজ্ঞাসা করেননি। কিন্তু আমার মায়ের মতো মহিলাও এখন জিজ্ঞাসা করছেন, সন্দেশখালি কেমন আছে?’
আরও পড়ুন: ছুড়ে ফেলা হয়নি, পড়ে গিয়েছে, ৭ দিন পর সন্দেশখালি গিয়ে বলল রাজ্য শিশু কমিশন