চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন তাঁরা। তবে হতাশ হতে হয় তাঁদের। বেহালায় সৌরভের বাড়িতে গিয়েও সাক্ষাৎ মেলেনি তাঁর। এমনকী সৌরভকে চিঠি পর্যন্ত দিতে পারেননি তাঁরা। এবার এই নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি। সৌরভের বক্তব্য, 'আমাকে রাজনীতির মধ্যে জড়াবেন না।' উল্লেখ্য, বাম জমানা থেকে তৃণমূল জমানায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এমনকী কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির একাধিক নেতার সঙ্গেও সৌরভের ঘনিষ্ঠতা রয়েছে। অমিত শাহ নিজে সৌরভের বাড়িতে গিয়ে নৈশভোজ করে এসেছেন। আবার মমতার পাশে বারবার দেখা গিয়েছে তাঁকে। তবে সৌরভ নিজে সবসময়ই সক্রিয় রাজনীতিতে আসার বিষয়ে অনীহা দেখিয়েছেন। (আরও পড়ুন: 'মৌলবাদ নিয়ে ব্রেনওয়াশ', ধুলিয়ানে TMC সাংসদ-বিধায়কদের সামনেই বিস্ফোরক দাবি)
আরও পড়ুন: পাঠানে ক্ষুব্ধ তৃণমূলেরই MP-MLA, শেষবার কবে মুর্শিদাবাদে পা রেখেছিলেন ইউসুফ?
উল্লেখ্য, ২১ এপ্রিল চাকহারা শিক্ষকরা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। এর জন্যে গত ১৫ এপ্রিল সৌরভের বাড়িতে গিয়ে তাঁকে সেই অভিযানে আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের সদস্যরা। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি তাঁদের। উলটে দেবাশিস বিশ্বাস, শুভদীপ ভৌমিক এবং সত্যজিৎদের ঠাকুরপুকুর থানায় নিয়ে যায় পুলিশ। (আরও পড়ুন: ধুলিয়ানে বাবা-ছেলে খুনের নেপথ্যে কি ব্যক্তিগত শত্রুতা? তদন্তে উঠে এল নয়া তথ্য)
আরও পড়ুন: হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা, ভারতকে 'জ্ঞান' দিতে আসা বাংলাদেশে ঘটল ভয়াবহ কাণ্ড
এদিকে কেন সৌরভকে এই অভিযানে সামিল করার চেষ্টা? এই বিষয়ে চাকরিহারা শিক্ষকদের বক্তব্য, সৌরভ গঙ্গোপধ্যায় সম্মানিত ব্যক্তি। তাই তাঁদের কর্মসূচিতে সৌরভকে আমন্ত্রণ জানাতে চাইছিলেন তাঁরা। এছাড়া মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চাকরিহারারা। সৌরভ গঙ্গোপাধ্য়ায় যদি এই ব্যবস্থা করে দেন তাহলে তাঁদের অত্যন্ত উপকার হয় বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। তবে সৌরভ নিজেকে 'এই সবের' মধ্যে জড়াতে চান না বলে জানিয়েছেন।