অপারেশন সিঁদুর। তারপরই গোটা দেশ দাঁড়িয়েছে ভারতের সেনাবাহিনীর পাশে।এবার গোটা অপারেশন, সেখানে কী ধরনের মিসাইল ব্যবহার করা হয়েছে, এরপর কী হতে পারে তার একেবারে চুলচেরা বিশ্লেষন করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।
অপারেশন সিঁদুর নিয়ে কী বললেন দেবাংশু?
প্রথমেই সেনাকে স্যালুট জানিয়েছেন তিনি। এরপর পাকিস্তানকে শুভ দীপাবলী জানিয়েছেন। তিনি বলেন, ‘এই যে অ্যাকশনটা হল তারপর পাকিস্তান খুব লাফালাফি করছে। তাদের নিউজ চ্যানেলগুলো লাফালাফি করছে বলছে আমরাও বদলা নেব। সত্যিই কি তারা পারবে? দেখুন ভারতের ব্রহ্মস টাইপের কিছু মিসাইল তৈরি হয়েছিল এপিজে আব্দুল কালাম স্যারের হাত ধরে।…সেগুলি দিয়ে হামলা চালিয়েছে। পাকিস্তানেরও এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। ভারতেরও এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। এই সিস্টেমের কাজ কী! বিদেশের মাটি থেকে কোনো মিসাইল বা ড্রোন জাতীয় কিছু এলে এটা সেটিকে চিহ্নিত করে আকাশেই ধ্বংস করে দেয়, মাটিতে পড়তে দেয় না। পাকিস্তান হয়তো আমাদের অন্য় মিসাইলকে ধ্বংস করতে পারবে কি পারবে না তা বলতে পারব না। তবে ব্রহ্মস এমন একটা মিসাইল যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমেরও চিহ্নিত করার ক্ষমতা নেই। সেই ব্রহ্মসের মাধ্য়মে ধ্বংস করা হয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো। এখন পাকিস্তান বলছে বদলা নেবে। এখন প্রশ্ন ভারত কি পাকিস্তানের সাধারণ মানুষকে মেরেছে? উত্তর হল, না। ভারত জঙ্গি ঘাঁটিগুলি ভেঙেছে। এই জঙ্গি ঘাঁটি পাকিস্তান সরকারের ভাঙা দরকার ছিল। এজন্য় তো পাকিস্তানের ধন্য়বাদ জানানো দরকার। …’
দেবাংশু বলেন, ..'তারা ভারত মায়ের হয়ে দেশের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেই ইমেজটা কত পাওয়ারফুল। এটাই তো আসল ইন্ডিয়া। এই যে কেসটা হল…পাকিস্তান চেষ্টা করল ধর্ম জিজ্ঞাসা করে খুন করাবে সন্ত্রাসবাদীদের দিয়ে, এতে ভারতের মধ্য়ে অস্থিরতা তৈরি হবে। কিছুটা হয়তো অস্থিরতা তৈরি হয়েছিল। আলটিমেট এটা তো গান্ধী সুভাষের দেশ। তাই পাকিস্তানের প্রপাগান্ডা সফল হয়নি। হিন্দু মুসলমান একসঙ্গে মিলে এই ঘটনার প্রতিবাদ করেছে।…পাকিস্তান যাই চালাক না কেন ওর কাছে এমন কোনও অস্ত্র নেই যা দিয়ে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে ও ব্রেক করতে পারে। ও যাই মিসাইল পাঠাক না কেন ভারত আকাশেই তা ধ্বংস করে দেবে।'
কার্যত পহেলগাঁও হামলা থেকে শুরু করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত বিষয় নিয়েই মতামত দিয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য।