টেটের OMR শিট নিয়ে বিতর্ক এড়াতে যত তৎপর হচ্ছে প্রাথমিক শিক্ষা সংসদ ততই আদালতের ভর্ৎসনার মুখে পড়ছে তারা। এবার ২০২১ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া টেটের সমস্ত ওএমআর শিট কার নির্দেশে পুড়িয়ে ফেলা হল তা খতিয়ে দেখতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবারই সেই রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। যার ফলে নতুন করে অস্বস্তিতে পড়ল প্রাথমিক শিক্ষা সংসদ।প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৯৫২ জন প্রার্থীর OMR শিট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বুধবার মামলার শুনানিতে সিবিআই জানায়, OMR শিট প্রকাশ করা সম্ভব নয়, কারণ OMR শিট পুড়িয়ে ফেলা হয়েছে। একথা জেনে চরম বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। সিবিআইকে নির্দেশ দেন, প্রাথমিক শিক্ষা সংসদের কোন বৈঠকে OMR শিট পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছিল তা তদন্ত করে জানাতে হবে সিবিআইকে। বৃহস্পতিবার বেলা ২টোর মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। এই সংক্রান্ত সমস্ত নথিও একই সময়সীমার মধ্যে জমা দিতে হবে সংসদকে।২০১৭ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রাথমিক টেট অনুষ্ঠিত হয় ২০২১ সালের জানুয়ারিতে।