বছর দুয়েক আগেও এই বিশেষ প্রথা ছিল এনআরএস মেডিক্য়াল কলেজে। ফের ফিরছে সেই অভিনব প্রথা। এবার শবদেহকে স্পর্শ করে শপথ বাক্য় পাঠ করবেন হবু পড়ুয়ারা। শবদেহের সামনে জড়ো হবেন তাঁরা। তারপর মৃতদেহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। হিপোক্রেটিক শপথ নাকি চরক শপথ তা নিয়ে যখন চরম বিতর্ক তখন এনআরএসে ফিরছে অভিনব শপথগ্রহণের অনুষ্ঠান। সূত্রের খবর আগামী ২২শে মার্চ হাসপাতালে অ্যানটমি ডিসেকশন হলে এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে। কিন্তু কেন শবের সামনে দাঁড়িয়ে শপথ নেবেন ডাক্তারি পড়ুয়ারা?আসলে অভিজ্ঞ মহলের মতে, এই শবদেহ দেখেই চিকিৎসা বিজ্ঞানের নানা অলিগলি চেনেন ডাক্তারি পডুয়ারা। চিকিৎসা বিজ্ঞানে তা ক্য়াডাভার নামে পরিচিত। কার্যত হবু চিকিৎসকদের প্রথম শিক্ষক হল এই শবদেহ। দানের মাধ্যমে পাওয়া শবদেহ চিরেই তো হবু চিকিৎসক মানব দেহের নানা জটিল অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে চিনতে শেখেন। সেকারণেই শবদেহ ছুঁয়ে শপথ নেওয়ার রীতি রয়েছে। তবে তিনবছর পরে সেই রীতিই ফিরছে এনআরএসে। মূলত কোভিডের কারণেই বছর দুয়েক ধরে এই রীতি বন্ধ ছিল। সেখানে শপথবাক্যের মাধ্যমে মূলত শবদেহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। যে শপথ পাঠ করা হয় তা মূল সারমর্ম হল, আপনি আমার প্রথম শিক্ষক। জীবনভর আপনার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করব। আপনার গোপনীয়তা বজায় রাখব। আপনার মাধ্য়মে অর্জিত জ্ঞান সমাজকল্যাণে ব্যবহার করব।