5 মিনিটে পড়ুন Updated: 27 Aug 2024, 04:09 PM ISTAyan Das
Nabanna Abhijan Highlights: নবান্ন অভিযান নিয়ে ধুন্ধুমার বাঁধল কলকাতা এবং হাওড়ার বিভিন্ন জায়গায়। বুধবার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে।
হাওড়া ময়দানে ধুন্ধুমার।
Nabanna Abhijan Highlights: নবান্ন অভিযান গিয়ে ধুন্ধুমার বাঁধল হাওড়া ময়দান, সাঁতরাগাছি, হেস্টিংয়ের মতো এলাকায়। বিভিন্ন জায়গায় ভাঙা হল ব্যারিকেড। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল ইট। তাতে মাথাও ফাটল পুলিশকর্মীদের। পালটা জলকামান ব্যবহার করে পুলিশ। ফাটানো হয় টিয়ার গ্যাসের শেল। করা হয় লাঠিচার্জ। তারইমধ্যে নবান্ন অভিযানে পুলিশি বর্ববরতার অভিযোগ তুলে বুধবার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি।
তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ: পুলিশ এখনও পর্যন্ত সংযমের পরিচয় দিয়েছে। সমস্ত প্ররোচনা সত্ত্বেও পুলিশ সংযত থেকেছে। পুলিশ গায়ে রক্ত মেখেছে। কিন্তু গুলি চালায়নি।
তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ: পুলিশকে ইট-পাথর ছোড়া হল। অরাজকতা তৈরি করার চেষ্টা করা হল। তার উপরে বাংলা বনধের ডাক দিয়েছে। বিজেপির মুখোশ খুলে গিয়েছে। এখন জাস্টিস ভুলে গিয়েছে। এখন চেয়ার চাই।
বনধ ডাকল বিজেপি। আগামিকাল বনধের ডাক দেওয়া হয়েছে। সেই বনধের ঘোষণা করার সময় বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বিজেপি কর্মী-সমর্থকদের বলব যে মানুষের বাড়ি যেতে। আর বলতে বলব যে আপনার বাড়িতেও দিদি-বোন আছেন।
27 Aug 2024, 03:43 PM IST
Nabanna Abhijan LIVE: আর ১টা ব্যারিকেড ভাঙলেই নবান্নের মূলগেটে পৌঁছাত মিছিল, আটকে দিল পুলিশ
আর ১টা ব্যারিকেড ভাঙলেই নবান্নের মূলগেটে পৌঁছে যেত মিছিল। সেই মিছিলকে আটকে দিয়েছে পুলিশ। আজ সকাল ১১টা নাগাদ নবান্নে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
27 Aug 2024, 03:30 PM IST
Nabanna Abhijan LIVE: নবান্নের দোরগোড়ায় আন্দোলনকারীরা! সরাচ্ছে পুলিশ
আচমকা নবান্নের দোরগোড়ায় পৌঁছে গেল একটি মিছিল। শরৎ চ্যাটার্জি রোডে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। সেখানে এসে আটকে যায় মিছিল। প্রাথমিকভাবে পুলিশ সরে যেতে। তবে আন্দোলনকারীরা পিছু হটেননি। শেষপর্যন্ত পুলিশ সরিয়ে দেয়।
27 Aug 2024, 03:28 PM IST
Nabanna Abhijan LIVE: প্রিন্সেপ ঘাটের কাছে উত্তেজনা তৈরি
প্রিন্সেপ ঘাট, জাজেস ঘাটের কাছে ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। এমনকী রেললাইন থেকে পাথর তুলে ছোড়া হচ্ছে। পালটা পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ছে।
হাওড়ার ফোরশোর রোডে ফের উত্তেজনা ছড়িয়েছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। লাঠি চালায় পুলিশ। জলকামান ব্যবহার করা হয়। তারইমধ্যে পুলিশকে রাস্তায় ফেলে মারার অভিযোগ উঠেছে।
27 Aug 2024, 02:35 PM IST
Nabanna Abhijan LIVE: MG রোডে উত্তেজনা, ধর্মতলা থেকে মিছিল যাচ্ছে হাওড়ার দিকে
কলকাতার মহাত্মা গান্ধী রোডেও উত্তেজনা তৈরি হয়েছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। জলকামান ব্যবহার করা হয়। তারইমধ্যে ধর্মতলা থেকে একটি মিছিল হাওড়ার দিকে যাচ্ছে। তাতে ‘মুখ্যমন্ত্রীর ইস্তফার’ দাবি করা হয়েছে। ওই অংশে ট্র্যাফিক বিধিনিষেধ আছে।
27 Aug 2024, 02:22 PM IST
Nabanna Abhijan LIVE: হেস্টিংয়ে কী হয়েছে?
কলকাতা: ব্যারিকেড দিয়ে হেস্টিংয়ের মুখে আটকে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের । আন্দোলনকারীরা সেখানে পৌঁছে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন।
হেস্টিংসের কাছেও চলল জলকামান। কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের (পিটিএস) কাছে জলকামান ব্যবহার করা হয়েছে। সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ধুন্ধুমার পরিস্থতি তৈরি হয়েছে।
ছাত্রদের ২ গুণ বয়স। 'শান্তিপূর্ণ' আন্দোলনে পরপর ঢিল ছুড়ছেন সেই ‘ছাত্ররা’। আর ইটের ঘায়ে আহত হলেন পুলিশ অফিসার। যদিও গলায় গেরুয়া উত্তরীয় ঝোলানো এক ব্যক্তির দাবি, পুলিশ তাঁকে প্রথমে মেরেছে।
হাওড়া ময়দানে তুমুল উত্তেজনা। ব্যারিকেড ভেঙে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে পরপর ইট ছোড়া হয়। রাস্তায় বাঁশের টুকরো, আধলা ইটের টুকরো পড়ে আছে। মাথা ফেটে গিয়েছে চণ্ডীতলা থানার পুলিশ অফিসারের। অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের। ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাস শেল। জাতীয় পতাকা দিয়ে পুলিশকে মারতে দেখা যায়।
27 Aug 2024, 01:50 PM IST
Nabanna Abhijan LIVE: ফোরশোর রোডে ধুন্ধুমার
হাওড়ার ফোরশোর রোড তুমুল উত্তেজনা। ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ। তার মধ্যে ঝালাই করে রাখা হয়েছিল যে ব্যারিকেড, তাও উপড়ে ফেলা হয়েছে।
27 Aug 2024, 01:42 PM IST
Nabanna Abhijan LIVE: সাঁতরাগাছি এবং হাওড়ায় উত্তেজনা
সাঁতরাগাছি ধুন্ধুমার পরিস্থিতি। লাঠিচার্জ পুলিশের। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশদের ধস্তাধস্তি। অন্যদিকে, নবান্ন অভিযান ঘিরে হাওড়া ব্রিজে তুলকালাম। জাতীয় পতাকা হাতে বিক্ষোভ। পুলিশের জলকামান।
27 Aug 2024, 01:30 PM IST
Nabanna Abhijan LIVE: সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে ইট-বর্ষণ, আহত কয়েকজন, থমকে ট্রেন
সাঁতরাগাছিতে নতুন করে উত্তেজনা তৈরি হল। সাঁতরাগাছিতে ট্রেন পরিষেবা থমকে গেল। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেছেন আন্দোলনকারীরা। কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছে। আগেরবার এক র্যাফকর্মীর মাথা ফেটে যায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাওড়া ব্রিজের ঠিক মুখেই পুলিশের ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন কয়েকজন। ব্রিজের সামনে জমায়েত হয়। জাতীয় পতাকা হাতে ব্যারিকেডে উঠে পড়েন একজন। শেষপর্যন্ত জলকামান চালিয়ে ছত্রভঙ্গ করে দিল পুলিশ। অন্যদিকে, সাঁতরাগাছিতে কাঁদানে গ্যাস ছোড়া হয়।
27 Aug 2024, 01:10 PM IST
Nabanna Abhijan LIVE: পুলিশকে লক্ষ্য করে ইট সাঁতরাগাছিতে, লাঠি উঁচিয়ে করল তাড়া
সাঁতরাগাছিতে তুমুল উত্তেজনা। অভিযোগ উঠেছে যে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পালটা লাঠি উঁচিয়ে তাড়া করেছে পুলিশ। পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে গিয়েছে জমায়েত।
27 Aug 2024, 12:59 PM IST
Nabanna Abhijan LIVE: সাঁতরাগাছিতে উপড়ে ফেলা হল ব্যারিকেড, টেনে নিয়ে যাওযা হল
সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে দেওয়া হল। ঝালাই করে ব্যারিকেড বসানো হয়েছিল। সেট উপড়ে ফেলা হল। সেটাকে টেনে নিয়ে চলে যান কয়েকজন। তারপরই লাঠি নিয়ে তাড়া করল পুলিশ। গুটিকয়েক লোকজন ছিলেন। তাঁরা দৌড়াতে থাকেন।
27 Aug 2024, 12:49 PM IST
Nabanna Abhijan LIVE: জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযান, দাবি মমতার ইস্তফার
জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযান। সেই মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করা হয়েছে। ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দাবি এক, দফা এক, মমতা বন্দ্যোপাধ্যায়’-র মতো স্লোগান উঠেছে।
নবান্ন অভিযানের মিছিল রুখতে ক্রেন দিয়ে রাস্তায় কন্টেনার নামানো হচ্ছে। শুধু তাই নয়, ব্যারিকেডে গ্রিজ এবং মোবিলের মতো পিচ্ছিল পদার্থ লাগানো হচ্ছে। একাধিক রাস্তা অবরুদ্ধ।
27 Aug 2024, 12:17 PM IST
Nabanna Abhijan LIVE: নবান্ন অভিযানে যাচ্ছেন না দিলীপ
নবান্ন অভিযানে থাকছেন না। জানিয়ে দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি কোলাঘাটের দিকে যাচ্ছিলেন।
27 Aug 2024, 11:55 AM IST
Nabanna Abhijan LIVE: নিখোঁজ নন, খুনের ছক করায় ৪ ‘পড়ুয়াকে’ গ্রেফতার, শুভেন্দুর দাবি ওড়াল পুলিশ
পশ্চিমবঙ্গ পুলিশের তরফে বলা হল, 'গতরাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ, এই মর্মে এক রাজনৈতিক নেতা (পড়ুন শুভেন্দু অধিকারী) টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। সত্যিটা হল, কেউ নিখোঁজ নন। ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে। খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা। শান্তিরক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওঁদের গ্রেফতার করা হয়েছে এবং ওঁদের পরিবারের সদস্যদের সেটা জানিয়েও দেওয়া হয়েছে।'
দুর্গাপুর স্টেশনে নবান্নমুখী লোকজনের আটকানোর অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে যে জিআরপি আটকানোর চেষ্টা করে। তার জেরে বিক্ষোভ শুরু হয়। দুর্গাপুর স্টেশনেই প্রতিবাদ মিছিল বিজেপি কর্মীদের। উত্তেজনা দুর্গাপুর স্টেশনে।
27 Aug 2024, 11:39 AM IST
Nabanna Abhijan LIVE: নবান্ন অভিযানের আগে ‘অফিসে’ এলেন মুখ্যমন্ত্রী
নবান্ন অভিযানের আগে নিজের 'অফিসে' চলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল ১১ টার কিছুটা পরে নবান্নে চলে আসেন মুখ্যমন্ত্রী। যখন অভিযান হবে, তখনও কি রাজ্যের সচিবালয়ে থাকবেন তিনি?
27 Aug 2024, 11:30 AM IST
Nabanna Abhijan LIVE: নবান্ন অভিযানের আগেই কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করল পুলিশ
কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হল। এমনিতেই কোনা এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ দিয়ে গাড়ি ঘোরানোর কথা আগেই বলা হয়েছিল। এবার সাঁতরাগাছিতে গার্ডরেল দিয়ে দিল পুলিশ।
নবান্ন অভিযানের জেরে হাওড়া স্টেশনে সকাল থেকে কার্যত বাসের দেখা নেই। গুটিকয়েক সরকারি এবং বেসরকারি বাস চলছে। সেই পরিস্থিতিতে হেঁটেই হাওড়া ব্রিজ পার হচ্ছেন অনেকে।
আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের মধ্যে একাদশবারের জন্য সিজিও কমপ্লেক্সে এলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরও একবার সিবিআইয়ের প্রশ্নবাণের মুখে পড়বেন।
27 Aug 2024, 10:58 AM IST
Nabanna Abhijan LIVE: কড়া নিরাপত্তা হেস্টিংয়ে
আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় আজ নবান্ন অভিযান। সেজন্য হেস্টিংয়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
27 Aug 2024, 10:50 AM IST
Nabanna Abhijan LIVE: হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে
হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই বৃষ্টির মধ্যেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে এসে পরিদর্শন করছেন। পুলিশ সূত্রে খবর একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হবে পুলিশ, র্যাফ এবং কমব্যাট ফোর্স। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড এবং লক্ষীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে। এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখ গুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এছাড়াও জলকামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে।
27 Aug 2024, 10:38 AM IST
Nabanna Abhijan LIVE: হাওড়া ব্রিজ-সহ ৫ জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল
নবান্ন অভিযানের মিছিল রুখতে হাওড়া ব্রিজ-সহ পাঁচটি জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল তৈরি করা হয়েছে। হাওড়া থেকে নবান্ন যাওয়ার জন্য যে রাস্তা ব্যবহার করতে হয়, সেখানে লোহার ব্যারিকেড আছে। সেগুলি রাস্তায় ঝালাই করে দেওয়া হয়েছে।
27 Aug 2024, 10:38 AM IST
Nabanna Abhijan LIVE: কোন কোন রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে?
Nabanna Abhijan LIVE: আজ নবান্ন অভিযান, দুর্গে পরিণত রাজ্যের সচিবালয়
'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-র ডাকে আজ নবান্ন অভিযান। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সেই অভিযানের ডাক দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে যে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-র মুখোশের আড়ালে রয়েছে এবিভিপি এবং বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পদ্মশিবির। তবে পুলিশ কোনওরকম ঝুঁকি নিচ্ছে না। দুর্গে পরিণত করা হয়েছে রাজ্যের সচিবালয়কে। নিরাপত্তার চক্রব্যূহ তৈরি করা হয়েছে।