করোনা পরিস্থিতি কাটিয়ে দু-বছর পর ভারত–বাংলাদেশের মধ্যে চালু হবে মৈত্রী এক্সপ্রেস। পাশাপাশি চালু হচ্ছে বন্ধন এক্সপ্রেস। আগামী ২৯ মে থেকে চালু হবে এই দুটি ট্রেন। কিছুদিন আগেই দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে। এবার রেল চলাচলও শুরু হচ্ছে দুই দেশের মধ্যে।
জানা গিয়েছে, এই ট্রেন চলাচল নতুন করে শুরু করার উপলক্ষে ভারতে আসছেন বাংলাদেশের নুরুল ইসলাম সুজন। দুই দেশের রেল মন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে এই রেল যাত্রার সূচনা করবেন। সম্প্রতি দুই দেশের মধ্যে ফের এই রেল চলাচল শুরু করার জন্য আলোচনায় বসেছিলেন দুই দেশের আধিকারিকরা। তাঁদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমেই মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের যাত্রার সূচনা হয়। কলকাতা থেকে ঢাকার মধ্যে চলে এই মৈত্রী এক্সপ্রেস। অন্যদিকে, বন্ধন এক্সপ্রেস চলে কলকাতা থেকে খুলনার মধ্যে। পূর্ব রেলের তরফে আরও জানানো হয়েছে, শীঘ্রই এই জোড়া ট্রেনের টিকিট বুকিং সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।