নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এবার পথে নামল কংগ্রেস। শনিবার কলকাতার মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে তারা। এর পর এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, সত্যিই মুখ্যমন্ত্রী কিছু না জানলে তাঁর পদত্যাগ করা উচিত।এদিন অধীরবাবু বলেন, ‘দিদি তো চেয়েছিলেন চোরকে বাঁচাতে। কিন্তু পারেননি। দলে চোরেদের আরেকটা অংশ রয়েছে। যার নেতৃত্ব দেন ওনার ভাইপো। তাদের চাপে ব্যবস্থা নিতে হয়েছে।’এর পরই অধীর প্রশ্ন করেন, ‘দিদি আপনি তো পুলিশমন্ত্রী। আপনি কি সত্যিই কিছু জানতেন না? কোটি কোটি টাকা জমা হল আর আপনার পুলিশ কি কিছুই জানত না? যদি সত্যিই না জেনে থাকে তাহলে আপনার পদত্যাগ করা উচিত।’শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছেন অধীর। তবে তাকে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। তাদের দাবি, বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছে কংগ্রেস।