রবিবার একুশে জুলাই। কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে কর্মসূচি আছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। আর সেই কর্মসূচির জন্য স্বভাবতই কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কোনও কোনও রাস্তায় একটি নির্দিষ্ট দিকেই গাড়ি চালানোর অনুমতি দেবে কলকাতা ট্র্য়াফিক পুলিশ। আবার কোনও কোনও রাস্তায় পার্কিংয়ের অনুমতি দেওয়া হবে না বলে ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে। একুশে জুলাইয়ের জন্য কলকাতার কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, সেটার পুরো তালিকা দেখে নিন।
কোন কোন রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে?
কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার ভোর ৪ টে থেকে রাত ৯ টা পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১) আর্মহার্স্ট স্ট্রিট: উত্তর থেকে দক্ষিণ।
২) বিধান সরণি (কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড): দক্ষিণ থেকে উত্তর।
৩) কলেজ স্ট্রিট: দক্ষিণ থেকে উত্তর।
৪) ব্রেবোর্ন স্ট্রিট: উত্তর থেকে দক্ষিণ।
৫) স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট): দক্ষিণ থেকে উত্তর।
৬) বিবি গাঙ্গুলি স্ট্রিট: পূর্ব থেকে পশ্চিম।
৭) বেন্টিঙ্ক স্ট্রিট: দক্ষিণ থেকে উত্তর।
৮) নিউ সিআইটি রোড: পশ্চিম থেকে পূর্ব।
৯) রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট): দক্ষিণ থেকে উত্তর।
পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা
শনিবার (ইংরেজি মতে রবিবার) রাত ৩ টে থেকে রবিবার রাত ৮ টা পর্যন্ত কলকাতা পুলিশের এলাকায় পণ্যবাহী গাড়ি চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র গ্যাস সিলিন্ডার, পেট্রোলিয়াম, তেল, অক্সিজেন, আনাজপাতি, ওষুধ, ফল, মাছ এবং দুধের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে।
রবিবার কোথায় কোথায় গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না?
১) ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরের আশপাশে।
২) হেস্টিংস ক্রসিং এবং ক্যাথিড্রাল রোডের মধ্যবর্তী এজেসি বোস রোডের একাংশে।
৩) হসপিটাল রোড।
৪) কুইন্সওয়ে।
৫) ক্যাথিড্রাল রোড।
৬) ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ।
৭) লাভার্স লেন।
গুরুত্বপূর্ণ ঘোষণা ট্র্যাফিক পুলিশের
সেইসঙ্গে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে যে মালবাহী গাড়ি, ভ্যান, ট্রামের মতো যানবাহন সাময়িকভাবে বন্ধ থাকবে। অথবা ঘুরিয়ে দেওয়া হবে। প্রয়োজনে যে কোনও রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ট্র্যাফিক পুলিশ। ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি।