বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Hot Weather till 4th April: পুরুলিয়া এবং ঝাড়গ্রাম থেকেও বেশি গরম কলকাতার উত্তর শহরতলিতে! একনজরে পারদের গ্রাফ
Kolkata Hot Weather till 4th April: পুরুলিয়া এবং ঝাড়গ্রাম থেকেও বেশি গরম কলকাতার উত্তর শহরতলিতে! একনজরে পারদের গ্রাফ
রোদের তীব্র তাপ। স্বাভাবিকের থেকে তাপমাত্রা কয়েক ঘর ওপরে। এদিকে কলকাতার উপকণ্ঠের পারদ পুরুলিয়া, ঝাড়গ্রামের থেকেও বেশি। এই আবহে জানুন আগামী কয়েকদিন কোথায় কত গরম পড়তে পারে।