সাধারণত মানব দেহে হৃৎপিণ্ড থাকে বুকের বাঁ দিকে। কিন্তু, হৃৎপিণ্ড যদি ডানদিকে থাকে তাহলেই ঘটে বিপত্তি। তেমনটাই ঘটেছিল বাংলাদেশের বাসিন্দা মোনা রানি দাসের ক্ষেত্রে। আর শুধু যে হৃৎপিণ্ডই উল্টোদিকে ছিল তাই নয়, দেহের সব অঙ্গই ছিল উল্টোদিকে। যকৃত, প্লীহা, ফুসফুস এবং পাকস্থলীও যেদিকে থাকার কথা তার উল্টোদিকে ছিল। তারফলে শ্বাসকষ্ট, বুকে ব্যাথা সহ নানান সমস্যা দেখা দিচ্ছিল। অবশেষে মহিলার সফল বাইপাস সার্জারি করে নজির গড়ল কলকাতার হাসপাতাল।
আরও পড়ুন:হার্টে ব্লক থাকলে কী করবেন? দেখে নিন ডা. শঙ্খদ্বীপ প্রামাণিকের পরামর্শ
খুলনা জেলার সাতক্ষীরা বাসিন্দা বছর ৫৪-এর ওই মহিলা গত কয়েক বছর ধরেই বুকের ডানদিকে ব্যাথা অনুভব করছিলেন। তবে প্রথমে চিকিৎসকরা ভেবেছিলেন গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে। সেই মতোই ওষুধ দিয়েছিলেন। কিন্তু, তাতে কোনও কাজ হচ্ছিল না। কিছুতেই বুকে ব্যথা বা শ্বাস কষ্ট কমছিল না। প্রায় ১৮ মাস ধরে বাংলাদেশের নানা জায়গায় চিকিৎসা করেছিলেন তিনি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন, যে তার হৃৎপিণ্ড বাঁদিকে নেই, আসলে ডান দিকে রয়েছে হৃৎপিণ্ড। সাধারণত হৃৎপিণ্ড উল্টোদিকে অর্থাৎ ডান দিকে থাকলে চিকিৎসার পরিভাষায় তাঁকে বলা হয় ‘ডেক্সট্রোকার্ডিয়া!’
এরপর ওই মহিলার বাড়ির লোকজন নদিয়ায় মেয়ে জামাইকে খবর দেন। পরে বাংলাদেশ থেকে এসে তিনি কল্যাণীতে একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান। চিকিৎসক মহিলাকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসক জানান, মহিলার করোনারি আর্টারির সমস্যায় ভুগছেন।