
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গেরুয়া রঙের বিশাল আকৃতির হোর্ডিং। সেখানে লেখা, ‘রাজ্য নেতৃত্ব সাবধান। দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি কলকাতা কর্পোরেশনের টিকিট চড়া দামে বিক্রি করার নায়ক শঙ্কর শিকদার হায় হায়। দালাল সভাপতি, আর নয়।’ পাশেই জ্বলজ্বল করছে শঙ্কর শিকদারের ছবি।নীচে লেখা বিজেপি কর্মীবৃন্দ (দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা)। এদিকে এই হোর্ডিংকে ঘিরে একেবারে হইহই কাণ্ড। প্রশ্ন উঠছে কারা এই হোর্ডিং টাঙাল? তবে কী কয়েকদিন আগে কাটোয়ার দাঁইহাটে বিজেপির যে কোন্দল দেখা দিয়েছিল সেই রোগই সংক্রমণের মতো ছড়িয়ে গিয়েছে গোটা বিজেপি জুড়েই। তার জেরেই কী এরকম হোর্ডিং এবার মহানগরীর বুকে।
দক্ষিণ কলকাতার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শংকর শিকদারের অপসারণের দাবি তুলে হোর্ডিং। ন্যাশানাল লাইব্রেরির চারপাশে জ্বলজ্বল করছে এই হোর্ডিং। যাতায়াতের পথে মুখ ঘুরিয়ে এই ব্যানার দেখে মুখ টিপে হেসেছেন অনেকেই। কিন্তু গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। দলের অন্দরে কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর শুরু হয়ে গিয়েছে। বিজেপির একাংশের দাবি ভোটের আগে তৃণমূল থেকে অনেকেই দলে এসেছিলেন। তারাই এখন বিজেপির অন্দরে সমস্যা তৈরির চেষ্টা করছেন। এটা কোনওভাবেই মেনে নেওয়া যাবে না।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports