রামপুরহাট কাণ্ড নিয়ে একেবারে কড়া বিবৃতি দিয়েছিলেন রাজ্য়পাল জগদীপ ধনখড়। এমনকী বিজেপি বিধায়করা ইতিমধ্যেই ভিডিও কলের মাধ্যমে রাজ্যপালের সঙ্গে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এবার রাজ্যপালের বিবৃতির কড়া সমালোচনা করে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, সাংবিধানিক পদে থেকে এই ধরণের মন্তব্য দুর্ভাগ্যজনক। বাংলাতে কিছু ঘটলে আপনি আইনশৃঙ্খলা পরিস্থিনি নিয়ে প্রশ্ন তোলেন। আপনার মন্তব্য নিরপেক্ষ তদন্তে অন্তরায় হতে পারে। এই ধরণের মন্তব্য থেকে তিনি যাতে বিরত থাকেন সেব্যাপারেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর সঙ্গেই মুখ্যমন্ত্রীর সংযোজন,বিজেপি শাসিত রাজ্যে এই ধরণের ঘটনা হলে আপনি নীরব থাকেন।
পাশাপাশি রামপুরহাটকাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে সেব্যাপারেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। এসডিপিও রামপুরহাট ও স্থানীয় থানার আইসিকে ক্লোজ করা হয়েছে। মূলত রাজ্যপালের মন্তব্য নিয়ে যে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ সেটাও কার্যত প্রকাশ করে দিয়েছেন তিনি।
তবে রামপুরকাণ্ডকে ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। তবে রাজ্যপাল আগেই জানিয়েছিলেন, রামপুরহাটের ঘটনায় আমি ব্যথিত। রাজ্যকে আমরা অরাজকতার হাতে ছেড়ে দিতে পারি না। আর রাজ্যপালের এই মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। এখন এর জল কতদূর গড়ায় সেটাই দেখার।