শেষবার সংস্কার হয়েছিল ১৯৮৫ সালে। এরপর কেটে গেছে বহু বছর। তারপরে ল্যান্সডাউন বাজারের সংস্কার আর হয়নি বললেই চলে। তারওপর সাত বিঘা জমির উপর একটি ছোট অংশে নতুন ভবনের কাজ শুরু হলেও তা এখনও চলছে। এই পরিস্থিতিতে বাজার সংস্কারের দাবি সহ একাধিক দাবিতে মঙ্গলবার ধর্মঘট করলেন ল্যান্সডাউন মার্কেটের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের কাছে সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ায় বিল্ডিংয়ের ছাদের চাঙর ভেঙে পড়েছে। গাছ গজিয়ে উঠেছে পাঁচিলে। একাধিক জায়গায় জমে রয়েছে আবর্জনার স্তূপ। এর ফলে মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে ল্যান্সডাউন মার্কেট। তাই ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে এই মার্কেট সংস্কার করতে হবে। ঘটনাক্রমে এদিনই সেখানে গিয়ে সভা করেন ফিরহাদ হাকিম। মেয়রকে কাছে পেয়ে ব্যবসায়ীরা নিজেদের অভাব-অভিযোগের কথা জানান।
ব্যবসায়ীদের বক্তব্য, বাজার সংলগ্ন পার্কিং তুলে দেওয়ার ফলে এই মার্কেটে কমেছে ক্রেতার সংখ্যা। তাছাড়া দোকানের ভাড়া বাড়িয়ে বিপুল অঙ্কের বিলও পাঠিয়েছে কলকাতা পুরসভা। তাদের দাবি, সংস্কারের পাশাপাশি দোকানের ভাড়া কমাতে হবে। ল্যান্সডাউন মার্কেটের এক ব্যবসায়ী জানান, ‘সমস্ত অভিযোগ মেয়েরকে জানানো হয়েছে। আমরা পাঁচ দফা দাবির কথা মেয়েরকে জানিয়েছি। আমরা চাই আমাদের দাবি দাওয়া পূরণ করে দ্রুত আমাদের সমস্যার সমাধান করা হোক।’ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর দোকানের ভাড়া কমানোর আশ্বাস দিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, ‘আমরাও বাজার সংস্কার করতে চাই। তার জন্য সবাই মিলে আলোচনা করতে হবে। এ নিয়ে কোনও রাজনীতি করে লাভ হবে না।’