পুকুর ভরাট করে প্রোমোটিং করার অভিযোগ দমদমে। এই অভিযোগকে কেন্দ্র করে চাপানউতোর তুঙ্গে। আর তার পরিণতিতেই প্রমোটারের এক প্রতিনিধিকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে। তবে গোটা ঘটনায় কার্যত আকাশ থেকে পড়ছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।তবে শাসকদলের মদত ছাড়়া কি আদৌ পুকুর ভরাট করে প্রোমোটিং করা সম্ভব? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। গোটা ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগের তির ছুঁড়েছেন বিজেপি নেতৃত্ব। স্থানীয়দের একাংশের অভিযোগ দমদমের বিকে পাল লেনে একেবারে পুরসভার ব্যানার লাগিয়ে পুকুর ভরাট করে প্রোমোটিংয়ের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। এনিয়ে প্রতিবাদ জানালেই শাসকদলের নেতাদের নাম করে নানা হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।বাসিন্দাদের দাবি, রাতের অন্ধকারে মাটি ফেলে পুকুর ভরাট করা হচ্ছে। এনিয়ে বাসিন্দারা আপত্তিও জানিয়েছিলেন। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। তবে এদিন প্রোমোটারের প্রতিনিধিকে এলাকায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরেন। তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবিকা চক্রবর্তী জানিয়েছেন, আমার আমলে কিছু হয়নি। আগের সময়ে হয়তো হয়েছে। যা ন্যায্য সেটাই করা হবে। আর বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, প্রোমোটার না থাকলে তৃণমূল দলটাই থাকবে না।