মা উড়ালপুলে প্রতিদিন প্রচুর সংখ্যক গাড়ি যাতায়াত করে। তবে এই উড়ালপুলে যানজট নিত্য সমস্যা। তাছাড়া মা উড়ালপুলে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। যান চলাচল নিয়ন্ত্রণ এবং বেপরোয়া গাড়ির গতি রুখতে আগে থেকেই একাধিক সিসিটিভি রয়েছে মা উড়ালপুল। কিন্তু, তাতে খুব বেশি কাজ হচ্ছে না। এই অবস্থায় নয়া উদ্যোগ নিল লালবাজার। এবার থেকে মা উড়ালপুলে ১০ জন পুলিশকর্মী মোতায়েন করা হবে। তারাই সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করবেন।
আরও পড়ুন: রোগীকে নিয়ে মা উড়ালপুলে উঠে পড়ল রিকশা, পুলিশ ছিল কোথায়!
লালবাজার সূত্রে জানা গিয়েছে, মা উড়ালপুলের বিভিন্ন অংশে মোতায়েন থাকবেন এই ১০ জন পুলিশ কর্মী। তারাই ব্যস্ততম সময়ে যান চলাচল নিয়ন্ত্রণ করবেন। এর ফলে ফ্লাইওভারে যানজট যেমন কমবে তেমনি বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতাও কমবে বলে মনে করছে পুলিশ। প্রসঙ্গত, ৯ কিলোমিটার দীর্ঘ মা উড়ালপুল হল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্লাইওভার। অথচ প্রায়ই সেখানে দুর্ঘটনার খবর পাওয়া যায়। তাছাড়া বেপরোয়া গতিতে যান চলাচলের অভিযোগ প্রায়ই শোনা যায়। যার ফলে অনেকেই আতঙ্কে থাকেন। সেখানে যান চলাচল নিয়ন্ত্রণের দাবি দীর্ঘদিন ধরে। এই অবস্থায় পুলিশের এমন সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা। তাদের বক্তব্য মা উড়ালপুলে পুলিশ মোতায়ন থাকলে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর প্রবণতা কমবে। এতে দুর্ঘটনার সম্ভাবনাও কমবে। প্রসঙ্গত, মা উড়ালপুলে যান নিয়ন্ত্রণে আগে থেকে রয়েছে সিসিটিভি। কিন্তু তাতে সমস্যার সমাধান হচ্ছে না। এবার পুলিশ মোতায়েন করে সমস্যার সমাধান করতে চাইছে লালবাজার।