মুখ্যমন্ত্রীর সচিব এক আইএএস আধিকারিকের নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর বিধাননগর সাইবার থানা অভিযোগ জানিয়েছিলেন খোদ আইএএস আধিকারিক পিবি সেলিম। তাঁর অভিযোগের ভিত্তিতে বিলাল নামে ২১ বছরের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।আইএএস আধিকারিক পিবি সেলিম বর্তমানে রাজ্যের পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিব ও ওএসডি পদে রয়েছেন। সেলিম থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, তাঁর ছবি ও নাম দিয়ে ফেসবুকে একটি প্রোফাইল খোলা হয়েছে। সেই প্রোফাইল থেকে তাঁর বন্ধুদের কাছে টাকা চাওয়া হচ্ছে। ভুয়ো প্রোফাইল থেকে গুগুল পের মাধ্যমে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে।অভিযোগ পাওয়ার পর সাইবার ক্রাইম পুলিশের আধিকারিক শিশিরকুমার নস্করের নেতৃত্বে একটি দল গঠন করে তদন্ত শুরু করা হয়। ওই তদন্তকারী দল উত্তরপ্রদেশের মথুরা থেকে বিলালকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ফোনের মাধ্যমে ওই ফেসবুক আইডিটি চালানো হত। সেটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তকে বিধাননগর আদালতে পেশ করা হয়।