বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > WB ₹8500 Crore Investment Report: বাংলায় ৮৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে হলদিয়া পেট্রোকেমিক্যাল? বড় দাবি রিপোর্টে
WB ₹8500 Crore Investment Report: বাংলায় ৮৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে হলদিয়া পেট্রোকেমিক্যাল? বড় দাবি রিপোর্টে
দেশে এই প্রথম পলিকার্বোনেট উৎপাদনের দিকে পা বাড়াতে পারে হলদিয়া পেট্রোকেমিক্যাল। এর জন্যে প্রায় ৮৫০০ কোটি টাকা তারা বাংলায় বিনিয়োগ করতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। হলদিয়াতেই এর জন্যে নয়া ইউনিটও গড়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।