শনিবার সকাল থেকে চলছে পশ্চিমবঙ্গের ৬ কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা। গণনা চলছে উত্তর ২৪ পরগনার নৈহাটি কেন্দ্রটিতেও। আর সেই কেন্দ্রে তৃণমূল নির্ণায়কভাবে এগিয়ে যেতেই মুখ খুললেন স্থানীয় সাংসদ তথা ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক। তাঁর সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত কুৎসা হবে তৃণমূলের লিড তত বাড়বে।
আরও পড়ুন - ‘যে IPSরা তৃণমূলের হয়ে ইলেক্টোরাল বন্ডে টাকা তুলেছেন তাদের নাম বলুন’
পড়তে থাকুন - জনসংখ্যা প্রায় ২ লক্ষ, জলাজমি ভরিয়ে গজিয়ে ওঠা গুলশন কলোনিতে ভোটার মেরেকেটে ২,৮০০
শনিবার সকাল ১০টা নাগাদ তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে পৌঁছন পার্থবাবু। সেখানে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম যে লাগাতার কুৎসা করেছিল তার বিরুদ্ধে নৈহাটির মানুষকে রায় দেওয়ার জন্য আবেদন করেছিলাম। আরজি কর কাণ্ডের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কয়েকটি টিভি চ্যানেলে যে লাগাতার কুৎসা হয়েছে সেই অপপ্রচার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেন্টিমেন্ট হিসাবে দেখা দেবে এটা আমি বিশ্বাস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা অপমান করেছে নৈহাটির মানুষ তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত কুৎসা হবে তত তৃণমূলের লিড বাড়বে।’
তবে কি আরজি কর কাণ্ডের কোনও প্রভাব ভোটবাক্সে পড়েনি? এই প্রশ্নের উত্তরে পার্থবাবু বলেন, ‘আমি একবারের জন্যও সেকথা বলব না। কারণ আরজি করের নির্যাতিতার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত। এই ঘটনা বাঞ্ছনীয় নয়। কিন্তু সেজন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, আমরা তাদের ধিক্কার জানাই। আমারে বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে।’
আরও পড়ুন - কল্যাণের দাবি মন্দারমণির হোটেল তৈরি হয়েছে ২০০৯ পর্যন্ত, উপগ্রহ ছবি বলছে অন্য কথা
শেষ খবর পাওয়া পর্যন্ত লোকসভা ভোটে নৈহাটি কেন্দ্রের ব্যবধানের থেকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে রয়েছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনৎ দে।