সিঙুরে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শিল্পতাড়ুয়া’ বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করলেন, সিঙুরের সব থেকে বড় সর্বনাশ করেছেন মমতা। মনে করালেন, গত ১২ বছরে রাজ্যে কোনও শিল্প আনতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সিঙুরের সব থেকে বড় সর্বনাশ করে দিয়ে গিয়েছেন। সিঙুরে টাটা গোষ্ঠীর তৈরি কারখানা ডিনামাইট দিয়ে ধ্বংস করেছেন। সঙ্গে হাজার হাজার বেকার যুবক যুবতীর সোনালি স্বপ্ন ধ্বংস করেছেন। আপনারা শিল্প চান, না মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিনামাইট চান?এই শিল্পতাড়ুয়া ১২ বছর একটা কারখানা করেনি। উলটে ২০২১ সালে ক্ষমতায় আসার পরে একের পর এক কারখানা বন্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে কৃষকদের অবস্থা, শ্রমিকদের অবস্থা ধ্বংসের পথে নিয়ে গেছেন’।শুভেন্দুর দাবি, নন্দীগ্রামের গণহত্যার পরে ২০০৮ এর পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ ২৪ পরগনায় আমরা সিপিএমকে হারিয়ে দিয়েছিলাম। তার পর আপনি ১৬ দিন ধরে বসে নাটক করে টাটাকে এই রাজ্য থেকে তাড়িয়েছিলেন। এত বড় অপরাধ কেউ করে না। আপনার লজ্জা লাগে না, ২১ সালের নির্বাচনের সময় ইলেক্টোরাল বন্ডে টাটাক টাকা নিতে। আপনি তো বলেছিলেন, টাইটানের ঘড়ি পরবেন না। টাটা লবন খাবেন না। টাটার দ্রব্য বর্জন করুন।