গন্ডার চোরাশিকার রুখতে বড়সড় সাফল্য পেল বনদফতর ও পুলিশ। কুখ্যাত গন্ডার চোরাশিকারি লেকেন বসুমাতারিকে গ্রেফতার করল তারা। লেকেনের বিরুদ্ধে দেখা মাত্র গুলির নির্দেশ জারি করেছিল অসম সরকার।পশ্চিমবঙ্গ ও অসমে অন্তত ১২৫টি গন্ডারে লেকেন জড়িত বলে দাবি বনদফতরের। ২০২১ সালের ৪ এপ্রিল জলদাপাড়া অভয়ারণ্যে যে গন্ডারটিকে মারা হয়েছিল তার পিছনেও লেকেনের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার এক রুদ্ধশ্বাস অভিযানে অসমের চিরাং জেলা থেকে লেকেনকে গ্রেফতার করে পুলিশ। এর পর তাকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়। ধৃতকে ১৪ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। বনাধিকারিকরা জানাচ্ছেন, কিশোর বয়স থেকে চোরাশিকারে হাত পাকিয়েছিল লেকেন। একাধিক আগ্নেয়াস্ত্র চালাতে পারত সে। পশ্চিম ও অসমের বনাঞ্চলে গন্ডার মেরে তার খড়্গ কেটে নিত সে। তার পর সেই খড়্গ মনিপুর দিয়ে পৌঁছে দিত মায়ানমারে। উত্তর-পূর্বের একাধিক ভাষাতেও সমান দক্ষ লেকেন। এই এলাকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সঙ্গে তাঁর ওঠা-বসা দীর্ঘদিনের। জঙ্গিগোষ্ঠীদের থেকে প্রশিক্ষণও নিয়েছিল সে। এমনকী গন্ডার মেরে গা ঢাকা দেওয়ার জন্য মায়ানমারে ঘাঁটিও রয়েছে তাঁর।২০১০ সাল থেকে সে পশ্চিমবঙ্গে অন্তত ২৫টি ও অসমের কাজিরাঙা ও মানস জাতীয় উদ্যানে অন্তত ১০০টি গন্ডার হত্যা করেছে লেকেন। সম্প্রতি সে পশ্চিমবঙ্গের জঙ্গলে ফের গন্ডার চোরাশিকারের পরিকল্পনা করেছিল। সেকথা জানতে পেরেই অভিযান চালায় পুলিশ ও বনদফতরের যৌথ বাহিনী।