সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্টের জন্য এক রেল কর্মীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের গুসকরা থানার পুলিশ। ধৃতের নাম ইমারুল শেখ ওরফে স্বপন শেখ (৫০)। ধৃতের বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের পিচকুড়ি গ্রামে। ধৃতকে রবিবার আদালতে পেশ করেছে পুলিশ।
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিঁদুর'এর ধাক্কায় ক্ষতবিক্ষত প্রতিবেশী পাকিস্তান। দুই দেশের মধ্যে টানাপোড়েনের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকেই সামাজিক মাধ্যমে দেশবিরোধী পোষ্টের জন্য বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। শুধুমাত্র পূর্ব বর্ধমানেই ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার কাটোয়া, গুসকরা, কালনা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এই ৫ জনকে।
জানা গিয়েছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠস্বর নকল করে একটি ফেক ভিডিয়ো পোস্ট করে লেখা হয়, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণের সময় প্রকাশ্যে পাকিস্তানের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন।’ হাসির রিয়াক্ট দিয়ে ওই ফেসবুক পোস্টে পাকিস্তান এবং বাংলাদেশের জাতীয় পতাকার ছবি। মিথ্যা তথ্য পরিবেশন করে নিজের ফেসবুক প্রোফাইল থেকে এই ধরনের দেশবিরোধী পোষ্ট করেন খোদ ভারতীয় রেলের কর্মী ইমারুল শেখ ওরফে স্বপন।
বিষয়টি নজরে আসতেই তৎপর হয় গুসকরা থানার পুলিশ। পিচকুড়ি গ্রামে অভিযান চালিয়ে ইমারুল শেখকে গ্রেফতার করে তারা। ধৃত রেলকর্মী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছেন বলে জানা গিয়েছে।