জাল পাসপোর্ট কাণ্ডে এবার নয়া মোড়। এবার পুলিশের জালে এক বাংলাদেশি। ধীরেন ঘোষ নামে এই ব্যক্তিকে নদিয়ার চাকদা থানার অন্তর্গত জমাদার পাড়া থেকে গ্রেফতার করা হয়েছিল। গত পাঁচ বছর ধরে সেই ওই এলাকায় ভাড়া থাকত। সঙ্গে তার স্ত্রী ও সন্তানও থাকত। এদিকে অনেকেই জানতেন ধীরেনের কাপড়ের পোশাকের কারবার রয়েছে। তেমনটাই সে বলেছিল। কিন্তু তার কাছ থেকে কাপড়ের কোনও সামগ্রী পাওয়া যায়নি। এদিকে ধীরেনের যে জাল পাসপোর্টের কারবার রয়েছে বলে অভিযোগ সেটা অনেকেই টের পায়নি। তবে ধাপে ধাপে বিষয়টি পরিষ্কার হয় সে গ্রেফতার হওয়ার পরে। অভিযোগ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে তার ভূমিকাও থাকতে পারে। এদিকে ধীরেনের সম্পর্কে তথ্য় জোগাড় করতে গিয়ে নানা কিছু সামনে আসছে। সূত্রের খবর, ধীরেন আসলে বাংলাদেশি। সেখান থেকে সে এখানে চলে এসেছিল। তারপর থেকে সে এখানেই থাকত। তবে বছরে একবার করে সে বাংলাদেশে যেত। তবে এখানেই শেষ নয়। সূত্রের খবর, ধীরেন নাকি ১০ বছর ইতালিতে ছিল। কিন্তু কেন সে ইতালিতে থাকত সেটা খতিয়ে দেখা হচ্ছে। মূলত বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা আসত তাদের ইউরোপে পৌঁছে দেওয়ার যোগসূত্র হিসাবে সে কাজ করত কি না সেটা খতিয়ে দেখা হত।