মুর্শিদাবাদে শাসকদল তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। তৃণমূল ছেড়ে প্রাক্তন জেলা সহ সভাপতি, যুব সভাপতি-সহ কয়েকশো কর্মী যোগ দিলেন কংগ্রেসে। এর পাশাপাশি আইএসএফ এবং সিপিএমের বহু নেতাকর্মীও কংগ্রেসে যোগ দিয়েছেন। রবিবার বহরমপুর জেলা কংগ্রেসের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার মধ্য দিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন। (আরও পড়ুন: সেনা প্রধান নিয়ে 'সারজিস বনাম হাসনাত' বিতর্কে পুড়েছে মুখ, ক্ষমা চাইল নাহিদের দল)
আরও পড়ুন: সিপিএম কাউন্সিলর যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে, বিরোধী শূন্য উত্তর দমদম পুরসভা
জানা গিয়েছে, এদিন ভগবানগোলা-১ নম্বর ব্লক এবং সামসেরগঞ্জ ব্লকের তৃণমূল, আইএসএফ এবং সিপিএমের নেতাকর্মীরা কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসে যোগ দেওয়ার পরে শাসক দলের প্রাক্তন এই সব নেতা কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি খাওয়া এবং স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হন। তাঁদের দাবি, তৃণমূলে দুর্নীতির বাড়বাড়ন্ত বেশি হওয়ায় তাঁরা কংগ্রেসে যোগ দিয়েছেন। এদিন কংগ্রেসে যোগ দেওয়া তৃণমূল নেতৃত্বের মধ্যে উল্লেখযোগ্য হলেন সামসেরগঞ্জের নাসিরউদ্দিন আহমেদ। তিনি আগে তৃণমূলের জেলা সহ-সভাপতি ছিলেন। এছাড়াও, রয়েছেন তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি ফিরদৌস শেখ। কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূলকে নিশানা করে নাসিরউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা চাই দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। তবে তৃণমূলের দুর্নীতি, স্বৈরাচারী মানসিকতার জন্য কাজ করতে সমস্যা হচ্ছিল। সেই কারণে কংগ্রেসের যোগ দিয়েছি।’ তাঁর দাবি, দুর্নীতির সঙ্গে জড়িত কিছু নেতা তৃণমূল পরিচালিত করছে। এর ফলে অন্যান্য পঞ্চায়েত সদস্যরা কাজ করতে পারছেন না। তাঁর অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিধায়করা দুর্নীতির সঙ্গে জড়িত। (আরও পড়ুন: 'ষড়যন্ত্রীদের গোপন চ্যাট' সরকারের হাতে,ওদিকে কেলগ কলেজে চিঠি গেল মমতার বিরুদ্ধে)
ফিরদৌস শেখ জানান, তৃণমূল বলতে এখন মানুষ বোঝে কাটমানি, দুর্নীতি আর স্বজনপোষণ। তাই তৃণমূলে থাকতে না পেরে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। এর পাশপাশি আইএসএফের মসিদুল আলমও কংগ্রেসে যোগ দেন। তিনি ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে আইএসএফের প্রার্থী হয়েছিলেন। সামসেরগঞ্জের সিপিএম নেতা গোল মহম্মদ শেখও কংগ্রেসে যোগ দেন। (আরও পড়ুন: পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গুলি, ৩ সন্তানকে খুন, গ্রেফতার উত্তরপ্রদেশের BJP কর্মী)
আরও পড়ুন: বাংলাদেশ আছে বাংলাদেশেই, ষষ্ঠ শ্রেণির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ করে খুন হোস্টেলে
অন্যদিকে, এই অনুষ্ঠান থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তোলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি অভিযোগ করেন, ভারতের মধ্যে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে পশ্চিমবঙ্গে। তাই ভোট চাওয়ার আগে অবিলম্বে বাংলায় কতটা ওয়াকফ সম্পত্তি রয়েছে তার তালিকা মুখ্যমন্ত্রীকে দেখাতে হবে বলে তিনি দাবি জানান।