বীরভূমের সাঁইথিয়ায় বজ্রপাতে প্রাণ গেল এক ব্যক্তির। শুক্রবার সকালে সাঁইথিয়ার গোড়োলা গ্রামে স্বাধীন কুমার রায় (৪৯) নামে ওই প্রৌঢ়ের। বজ্রাঘাতে প্রবলভাবে দগ্ধ হয়েছে তাঁর দেহটি।উচ্চচাপ বলয় ও পশ্চিমি ঝঞ্ঝার জেরে বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত দেখা গিয়েছে। বয়েছে দমকা হাওয়াও। শুক্রবার সকালে বৃষ্টি শুরুর আগে বাড়ির উঠোনে দাঁড়িয়ে দাঁত মাজছিলেন স্বাধীনবাবু। তখনই তাঁর সামনে বাজ পড়ে। চোখের সামনে ঝলসে যান তিনি। সাঁইথিয়া হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।পূর্বাভাস অনুসারে শনিবারও রাজ্যের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সরস্বতী পুজোর বিকেলে ঝলমলে হবে আবহাওয়া।