বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Madhyamik Results 2023 Top School: একজন দ্বিতীয়, তৃতীয় ৪ জন- মাধ্যমিকের প্রথম দশে মালদার রামকৃষ্ণ মিশনের ১৩ পড়ুয়া
পরবর্তী খবর
Madhyamik Results 2023 Top School: একজন দ্বিতীয়, তৃতীয় ৪ জন- মাধ্যমিকের প্রথম দশে মালদার রামকৃষ্ণ মিশনের ১৩ পড়ুয়া
1 মিনিটে পড়ুন Updated: 19 May 2023, 12:05 PM ISTAyan Das
২০২৩ সালের মাধ্যমিকে মোট ১১৮ জন পড়ুয়া প্রথম দশে আছে। সর্বাধিক ২১ জন আছে মালদা থেকে। আবার সেই মালদার ১৩ জনই একটি নির্দিষ্ট স্কুলের ছাত্র - রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির।
এবার মাধ্যমিকে দুর্দান্ত ফল করল মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। প্রথম দশে মালদার যে ২১ জন পড়ুয়া আছে, তাদের মধ্যে ১৩ জনই মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। শুধু তাই নয়, ওই স্কুলের এক পড়ুয়া এবার মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থানে আছে ওই স্কুলের চার পড়ুয়া (সার্বিকভাবে এবার মাধ্যমিকে তৃতীয় স্থানে আছে পাঁচজন)। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং দশম স্থানে দু'জন করে পড়ুয়া আছে। শেষ কবে একই স্কুল থেকে এতজন মেধাতালিকায় ঠাঁই পেয়েছে, তা মনে করতে পারছে না প্রবীণ শিক্ষকরাও।