জেলা সভাপতির পদ হারানোয় কি অভিমানী তিনি? রবিবার বোলপুরে তৃণমূলের জেলা কোর কমিটির বৈঠক চলাকালীন ফোনে মমতা - অনুব্রতর কথোপকথনের পর উঠছিল সেই প্রশ্ন। আর বৈঠকের পর সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত পরিষ্কার করলেন, পদ হারালেও দল ছাড়ছেন না তিনি।এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, ‘পদ না পেলে অম্বল হবে এরকম ধরণের মানুষ আমি নই। আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল। তখনই হয়ে যেতাম। আমি হলে তো অনেক আগেই MLA, MP, মন্ত্রী সবই হয়ে যেতাম। পদের মায়া আমি করি না। আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনাও করি না। মানুষের পাশে থাকতে পারলেই আমার কাজের কাজ হবে। জেল যখন খেটেছি তখন কোনও দিনও অন্য দলে যাব না। অন্য দলে গেলে জেল খাটতে হত না।’মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথোপকথন নিয়ে অনুব্রত বলেন, ‘দিদির সাথে কথা হয়েছিল। আমাকে বলেছিল তোমার আগেকার প্রোগ্রাম সব হবে। আর তুমি কোর কমিটির মিটিং ডাকো। আমি বলেছি, না আমি ডাকব না। আশিসদা আছেন। আশিস দা ডাকবেন।’বলে রাখি, শুক্রবার তৃণমূলে সাংগঠনিক রদবদলের তালিকা প্রকাশ হলে দেখা যায় বীরভূম জেলায় তুলে দেওয়া হয়েছে জেলা সভাপতি পদ। তার বদলে ৯ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। কয়লা পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জেলযাত্রার পরও জেলা সভাপতি পদে আসীন ছিলেন তিনি। দল পরিচালনায় কোর কমিটি গঠন করলেও অনুব্রতকে পদ থেকে সরাননি মমতা বন্দ্যোপাধ্যায়। আর জেলমুক্তির কয়েক মাসের মধ্যে তাঁর পদটাই তুলে দিলেন দলনেত্রী। জেলায় বাকি ৮ জন কোর কমিটির সদস্যের মধ্যে তিনি এখন একজনমাত্র।