ফের রাজ্যে হানাহানির শিকার এক নাবালক। আর এবারও ঘটনাস্থল সেই কোচবিহারের দিনহাটা। রবিবার বিকেলে দিনহাটার নয়ারহাটে একটি মাদ্রাসার সামনে গুলিবিদ্ধ হয় ১২ বছরের একটি শিশু। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।আক্রান্ত শিশুটির এক আত্মীয় জানিয়েছেন, রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বাজারে কিছু জিনিস কিনতে গিয়েছিল ওই নাবালক। ফেরার সময় স্থানীয় একটি মাদ্রাসার সামনে গুলি চলে। গুলি লাগে শিশুটির শরীরের বাঁদিকের পাঁজরে। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে সে। এর পর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। কী কারণে গুলি চলল তা এখনো জানা যায়নি।শনিবারও রাজ্যে হানাহানিতে আহত হয়েছে ২ নাবালক। মুর্শিদাবাদের সালার থানার কাগ্রাম এলাকার বাবলা গ্রামে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আহত হয় ২ শিশু। তার পর এদিন সরাসরি গুলিবিদ্ধ হল এক নাবালক।রবিবারের ঘটনায় দিনহাটা এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর এই এলাকায় কেন হিংসা থামছে না সেই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।