তৃণমূলের সাংগঠনিক রদবদলের গবেষণাগার বীরভূমে হয়ে গেল দলের জেলা কোর কমিটির বৈঠক। শুক্রবার দলের নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা হলেও বীরভূমে কোর কমিটির ওপরেই আস্থা রাখে দলের শীর্ষ নেতৃত্ব। এমনকী তুলে দেওয়া হয় জেলা সভাপতির পদটিও। ফলে গুরুত্ব কমে অনুব্রত মণ্ডলের। তার পর দলের কোর কমিটির প্রথম বৈঠকে কী হয় তার দিকে নজর ছিল অনেকেরই। এমনকী কলকাতায় বসে বৈঠকের খবর নেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার দলের সাংগঠনিক রদবদলের ঘোষণা হওয়ার পর দেখা যায় বীরভূম জেলায় তুলে দেওয়া হয়েছে জেলা সভাপতি পদটি। শুধুমাত্র ৯ সদস্যের কোর কমিটির ওপর দল পরিচালনার ভার দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। জেলা সভাপতির পদ হারালেও কোর কমিটিতে ঠাঁই হয়েছে অনুব্রত মণ্ডলের। রবিবার ছিল নবগঠিত কোর কমিটির প্রথম বৈঠক। দলের বোলপুর পার্টি অফিসে বেলা ১১টায় শুরু হয়ে বৈঠক চলে প্রায় দেড় ঘণ্টা। বৈঠকে হাজির ছিলেন অনুব্রত, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়সহ কোর কমিটির সদস্যরা। বৈঠকে হাজির ছিলেন না সাংসদ শতাব্দী রায়। নিজের শহরে বৈঠক হলেও হাজির ছিলেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বৈঠক শুরুর কিছুক্ষণ পর বেরিয়ে যান সুদীপ্ত ঘোষ।
জানা গিয়েছে বৈঠকে সবাই একজোট হয়ে বিধানসভা নির্বাচনের কাজে নেমে পড়ার সিদ্ধান্ত হয়েছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে বলে স্পষ্ট করা হয় বৈঠকে। একই সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘোষিত ৩টি কর্মসূচিতেও অনুমোদন দিয়েছে কোর কমিটি। ঠিক হয়েছে মাসে ৩ বার বৈঠক করবে কোর কমিটি। বৈঠক হবে বোলপুর, সিউড়ি, রামপুরহাটে।