ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটালের মানুষের দীর্ঘদিনের দাবি। প্রতিবার ভোট এলেই এই ঘাটাল মাস্টার প্ল্যানের আশ্বাস মেলে। আর ভোট মিটে গেলেই আবার যে কে সেই। তবে এবার একেবারে বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছে ৫০০ কোটি টাকা। এই বাজেট বরাদ্দের পরে নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করলেন দেব।
রবিবার ঘাটালের টাউন হলে মাস্টার প্ল্যানের মনিটরিং কমিটির বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ দেব। মন্ত্রী মানস ভুঁইয়াও ছিলেন বৈঠকে।
বৈঠকের পরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ খুলেছেন দেব। তিনি জানিয়েছেন, আজ ঘাটালের মানুষ বুঝতে পারছেন আমি ২০২৪-এ কেন ভোটে দাঁড়ালাম। একটাই শর্ত ছিল ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করা। দিদি আমাকে কথা দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন। এক বছরও হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যানের এক তৃতীয়াংশ দিয়েছেন। টেন্ডারের কাজ শুরু হচ্ছে।
এবার প্রশ্ন শিলান্যাস কবে হবে?
দেব জানিয়েছেন, দিদির সঙ্গে কথা বলার পরেই শিলান্যাসের দিন ঠিক করা হবে।তিনি জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান ১৫০০-২০০০ কোটি টাকার প্রকল্প। এটা একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু উনি কথা দিয়েছিলেন ও কথা রেখেছেন। আপনারা তিন দিন আগে জেনেছেন। আমি আগেই জেনে গিয়েছিলাম। দিদির সঙ্গে যখনই দেখা হয়, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই কথা হয়।