সদ্যই নতুন দল তৈরি করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন নেতা অনীত থাপা। নতুন দল তৈরি করে বিজেপির বিরোধিতায় পথে নামলেন অনীত। টয়ট্রেন ও দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সম্পত্তি বেসরকারিকরণ হচ্ছে, অভিযোগ করে সোচ্চার হন তিনি। এদিন সুকনা থেকে ট্রেনে চড়ে দার্জিলিংয়ের প্রতিটি স্টেশনে প্রতিবাদে সামিল হন অনীত থাপা অনুগামীরা। সুকনা, রংটং, তিনধরিয়া, ঘুম, দার্জিলিং, কার্শিয়াঙ প্রতিটি স্টেশনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। অনীত মোর্চার নেতাদের অভিযোগ, টয় ট্রেন শুধু এই রাজ্যের নয়, গোটা দেশের কাছে গর্বের। বেসরকারিকরণ হলে টয় ট্রেনের ভাড়া বাড়বে। ভাড়া বাড়লে অনেক যাত্রীই টয় ট্রেনে ওঠা বন্ধ করে দেবে। অনীত মোর্চার কেন্দ্রীয় কমিটির মুখপাত্র কেশবরাজ পোখরেল জানান, ‘টয় ট্রেন আমাদের কাছে গর্বের। কিন্তু সেই গর্বকেই ধুলিসাৎ করতে চাইছে বিজেপি সরকার। সেই কারণে আমরা প্রতিবাদে নেমেছি। এই প্রতিবাদ কর্মসূচিতে কোনও রাজনৈতিক রঙ বা পতাকা থাকবে না। পাহাড়ের সব মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ করছি। প্রয়োজনে আমরা গণস্বাক্ষর অভিযান করব।’সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চার পদ ছেড়ে বিমল গুরুঙের হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন বিনয় তামাঙ। তখন থেকেই রাজনৈতিক মহলে বিনয় ঘনিষ্ঠ অনীত থাপার পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই জানা যায় আগামী সেপ্টেম্বর মাসে নতুন দল ঘোষণা করতে চলেছেন অনীত থাপা। নতুন দল প্রসঙ্গে অনীত থাপা জানান, কোনও রাজনৈতিক দলই পাহাড়ের মানুষের জন্য কিছু করেনি। পাহাড়ের উন্নয়ন নিয়ে কেউ চিন্তা করে না। তাঁর দল পাহাড়ের মানুষের কথা বলবে, তাঁদের উন্নয়নের কথা বলবে।’