
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শিল্পক্ষেত্রে দুর্নীতি, তোলাবাজি, দাদাগিরি দল কোনওভাবেই বরদাস্ত করবে না বলে জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি শিল্পক্ষেত্রে দাদাগিরির অভিযোগে অভিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ২ নেতাকে গ্রেফতার করে পুলিশ। এবার ওই দুই নেতাকে দল থেকেও সাসপেন্ড করা হল।
জানা যায়, হলদিয়ার এক্সাইড ব্যাটারি কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। কারখানায় শ্রমিকদের বিক্ষোভে ইন্ধন ও বিশৃঙ্খলা ঘটানোর অভিযোগ ওঠে তমলুক তৃণমূল সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি তাপস মাইতি ও জেলা পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
তাঁদের বিরুদ্ধে একাধিক কোম্পানির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও ছিল। মঙ্গলবার রাতে দুর্গাচক থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। ওই দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এই ঘটনার পর দলের মধ্যে সাংগঠনিক রদবদলের বিষয়ে জোর তৎপরতা শুরু হয়। মঙ্গলবার রাতেই হলদিয়া পৌঁছোন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন তাঁরা। দলের শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। এরপরই ওই দুই নেতাকে দল থেকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দলের শ্রমিক সংগঠনের বিশেষ পর্যবেক্ষক পদটিও তুলে দেওয়া হয়।
এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানান, ‘রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ নষ্ট করা যাবে না, মুখ্যমন্ত্রী এটাই চান। সবাইকে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত দুই নেতা তাপস মাইতি ও সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে।’ এই প্রসঙ্গে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, কারখানাকে অচল করে শ্রমিকদের আন্দোলন তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। তবে তৃণমূলের এই পদক্ষেপ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, তৃণমূল হলদিয়ায় গুণ্ডামি করেছে। এ রাজ্যে তৃণমূল শিল্প চায় না। তৃণমূলের এই পদক্ষেপ আইওয়াশ ছাড়া কিছু নয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports