বাংলা নিউজ > ভাগ্যলিপি > Vastu Shastra: সন্তান একদম পড়াশোনা করতে চাইছে না? বাস্তুর সমস্যা নয় তো? জানুন বাস্তু মতে পড়ার ঘর কেমন হওয়া উচিত
পরবর্তী খবর
Vastu Shastra: সন্তান একদম পড়াশোনা করতে চাইছে না? বাস্তুর সমস্যা নয় তো? জানুন বাস্তু মতে পড়ার ঘর কেমন হওয়া উচিত
2 মিনিটে পড়ুন Updated: 25 Feb 2025, 10:20 AM ISTSayani Rana
বাস্তুশাস্ত্র অনুযায়ী বিভিন্ন ঘরের অবস্থান সেই ঘরের কার্যকারীতার উপরও প্রভাব ফেলে। অন্যান্য ঘরের মতো পড়ার ঘরও যদি সঠিক দিকে না হয়, তবে সেটাও শিশুর পড়াশোনার উপর প্রভাব ফেলতে পারে।
সন্তান একদম পড়াশোনা করতে চাইছে না? বাস্তুর সমস্যা নয় তো? জানুন বাস্তু মতে পড়ার ঘর কেমন হওয়া উচিত
বাস্তুশাস্ত্র অনুযায়ী বিভিন্ন ঘরের অবস্থান সেই ঘরের কার্যকারীতার উপরও প্রভাব ফেলে। অন্যান্য ঘরের মতো পড়ার ঘরও যদি সঠিক দিকে না হয়, তবে সেটাও শিশুর পড়াশোনার উপর প্রভাব ফেলতে পারে। অনেক সময় এমনটা হয় যে শিশুটি হয়তো অনেকটা পরিশ্রম করছে কিন্তু বাস্তুর কিছু ত্রুটির কারণে সে তার পরিশ্রমের সঠিক ফল পাচ্ছেন না। তাই সন্তানের পড়াশোনার জন্য পড়ার ঘর কোন দিকে থাকবে তা অবশ্যই খেয়াল রাখা জরুরি। যদি পড়ার ঘর বাস্তু মতে হয়, তবে সেটা থেকে ভালো ফল পাওয়া যেতে পারে।
বাস্তুশাস্ত্র অনুসারে, পড়ার ঘর বাড়ির উত্তর অথবা পূর্ব বা উত্তর-পূর্ব দিকে এমনভাবে হওয়া উচিত সেখানে পড়াশোনা করার সময় মুখ পূর্ব বা উত্তর দিকে থাকে। বাড়ির পশ্চিম-মধ্যভাগে যদি পড়ার ঘর তৈরি করা হয় তবে তার থেকে খুবই উপকার পাওয়া যেতে পারে। কারণ ওই দিকে, বুধ, বৃহস্পতি, চাঁদ এবং শুক্র গ্রহ থেকে সেরা প্রভাব পাওয়া যেতে পারে বলে মনে করা হয়। এতে বুধের কারণে বুদ্ধিমত্তা বৃদ্ধি পেতে পারে। তাছাড়াও গুরু অর্থাৎ বৃহস্পতির কাছ থেকে উচ্চাকাঙ্ক্ষা লাভ হতে পারে।
তবে কেবল ঘর নয় পড়ার ঘরের জানালা, দরজা ও স্কাইলাইট কোন দিকে থাকবে তাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পূর্ব-উত্তর বা পশ্চিমে বা দক্ষিণে দিকে জানলা রাখা উচিত নয়। পড়ার ঘরের দরজা সব সময় পূর্ব, উত্তর-মধ্য বা পশ্চিমে হওয়া উচিত। এটি দক্ষিণ আগ্নেয় এবং দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিমে হওয়া একদমই উচিত নয়।
এই সবের পাশাপাশি পড়ার ঘরের রঙের উপরও অনেক কিছু নির্ভর করে। সাদা, বাদামি, আকাশি বা হালকা বাদামি দেয়ালে এবং টেবিল-আসবাবপত্রে হওয়া উচিত। লাল, কালো বা গাঢ় নীল রং পড়ার ঘরে থাকা উচিত নয়। পড়ার ঘর অন্য ঘরের নীচে থেকে উঁচু বা নীচে রাখবেন না। মেঝের ঢাল পূর্ব বা উত্তর দিকে রাখতে হবে। তাছাড়াও পড়ার ঘরে চটি এবং মোজা পরে কখনও ঢোকা উচিত নয়।
তাছাড়াও পড়ার ঘরের কাছাকাছি কখনওই বাথরুম থাকা উচিত নয়। পড়ার জন্য ঘরে বইয়ের তাক ও আলমারির ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে। এগুলি সব সময় পূর্ব বা উত্তর দিকে থাকা উচিত। জায়গার অভাবে অনেক সময় শোয়ার ঘরেই অনেকে পড়াশোনা করেন। সেক্ষেত্রে পড়ার টেবিল, বই রাখার জায়গা পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিকে হওয়া উচিত। আর পড়াশোনার করার সময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে পড়তে বসা উচিত।