Surya Transit in Mesh: ৭২ ঘণ্টা পর থেকেই ভাগ্যের চাকা ঘুরতে পারে কুম্ভ সহ বহু রাশির! আসছে স্বয়ং সূর্যদেবের কৃপা
1 মিনিটে পড়ুন Updated: 11 Apr 2025, 09:00 PM ISTসূর্যের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কবে রয়েছে গোচর?
সূর্যের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কবে রয়েছে গোচর?
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের রাজকুমার সূর্যদেব একটি নিশ্চিত সময় পর পর নিজের অবস্থান বদল করে থাকেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখেন। এবার নববর্ষের আগে রয়েছে সূর্যের গোচর। সূর্য, মীন রাশিতে বিরাজমান বর্তমানে। তবে খুব শিগগিরই তিনি মীন রাশি ছেড়ে অন্য রাশিতে যেতে চলেছেন। নিজের উচ্চ রাশি মীনে সূর্যের গমনের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, কারা লাভের মুখ দেখতে চলেছেন।
মেষ
সূর্য নিজের থেকে উচ্চ রাশিতে প্রবেশের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটতে চলেছে। পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভালোর দিকে যাবে। প্রেম জীবন ভালোর দিকে যাবে শিক্ষা ক্ষেত্রে হবে তুমুল উন্নতি।
মিথুন
এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্র থেকে ভালো লাভ পাবেন। সাফল্য নানান দিক থেকে আসবে। আপনি বিভিন্ন দিক থেকে ভালো কিছু শুনতে পাবেন। আপনার কাজও ভালো হবে। কর্মক্ষেত্রের দিক থেকে দেখলে, আপনার কাজের প্রশংসা হবে। বেতন বৃদ্ধি আর পদোন্নতির যোগ তৈরি হবে। পিতা পুত্রের যোগ্য সহযোগিতা মিলবে। আপনি লক্ষ্য পূরণে সফল হবেন। স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে যাবে।
( Chaitra Purnima 2025: চৈত্র পূর্ণিমা ২০২৫ কবে? তিথি শুরু কখন থেকে! রইল পঞ্জিকামতে তারিখ, সময়কাল)
বৃশ্চিক
সূর্যের গোচরের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। পদোন্নতির মুখ দেখতে পারেন বহু রাশির জাতক জাতিকারা। পদোন্নতির সঙ্গে রয়েছে বেতনবৃদ্ধির যোগ। নতুন কোনও চাকরি পেতে পারেন। আপনি প্রতিদ্বন্দ্বী বা শত্রুদের ওপর জয় লাভ করতে পারেন। আইনি মামলায় পাবেন লাভ।
কুম্ভ
এই রাশিতে সূর্য তৃতীয়ভাবে বিচরণ করবেন। এরফলে ব্যবসা আর চাকরিতে বিপুল লাভ পাবেন। স্বাস্থ্য এই সময় ভাল থাকবে। আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে। প্রশাসনিক ক্ষেত্রে পাবেন লাভ। পদোন্নতির রাস্তা আরও চওড়া হবে।
কবে রয়েছে গোচর?
১৪ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্য। ১৪ এপ্রিল সন্ধ্যা ৬ টা ৫৮ মিনিটে রয়েছে এই গোচর। মনে করা হচ্ছে, ঘর পরিবারে সুখ শান্তি বর্ষণের দিক থেকে সূর্যের এই নয়া অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। বহু রাশিতে সূর্যের এই অবস্থান পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে।