জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ আর নক্ষত্ররা একটা নিশ্চিত সময় পর পর নিজের অবস্থান পাল্টান। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান। একটি রাশিতে এশুক্র প্রায় ২৬ দিন ধরে অতিবাহিত করেন সময়। আর এই দৈত্যগুরু শুক্রকে খুবই শক্তিশালী বলে মনে করা হয়। শুক্র, আজ ২ অগস্ট ভোরে যমের সঙ্গে যুতি তৈরি করেছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। লাকি কারা?
বৃষ
ভাগ্যের পুরো সঙ্গত পেতে পারেন। হু হু বেড়ে যেতে পারে ধন সম্পত্তির বৃদ্ধি। ভৌতিক সুখ সমৃদ্ধি পেতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। জীবনে নতুন কোনও খুশি আনন্দ আসতে পারে। একাধিক মামলায় অপ্রত্যাশিত লাভ হতে পারে। ষড়াষ্টক যোগ আপনার রাশিতে নানানভাবে শুভ ফল দিয়ে থাকবে।
কন্যা
বেশ কিছু ক্ষেত্রে ভালো পরিণাম পেতে পারেন। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পেতে পারেন। আপনি বহু দিক থেকে ভালো ফল পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো জায়গায় যেতে পারে। সন্তানকে ঘিরে কোনও ভালো খবর পেতে পারেন। সিনিয়র অফিসারদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। যার ফলে আপনি বহু দিক থেকে লাভ পেতে পারেন।
তুলা
নিজের লক্ষ্য প্রাপ্তিতে হবেন সফল। এই রাশির জাতক জাতিকারা হঠাৎ করে টাকা হাতে পেতে পারেন। মা, বাবা ও গুরুর সম্পূর্ণ সহযোগিতা পেতে পারেন। বাড়ি বা কিছু কেনাকাটার স্বপ্ন পূরণ হতে পারে। শাসন বা প্রশাসনিক কোনও দিক থেকে পেতে পারেন লাভ। আপনার প্রতিযোগীদের থেকে কড়া টক্কর পেতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)