জ্যোতিষশাস্ত্র মতে, রাহু, শনি, সূর্য, বুধ, শুক্র, চন্দ্র এই গ্রহগুলির প্রতিটির আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। আর আসন্ন সময়ে এই ৬ গ্রহের গোচরও রয়েছে। জ্যোতিষ গণনা বলছে, এই ৬ গ্রহের গোচরে বিপুল লাভ আসতে চলেছে একাধিক রাশির জীবনে। এই ৬ গ্রহ যে গোচর করছে, তাতে ষটগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই ষটগ্রহী যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, কারা কারা লাকি। কবে রয়েছে এই গোচর? তারও হদিশ রইল। প্রায় ৫ দশক পর মীনে এই ষটগ্রহী যোগ তৈরি হচ্ছে।
মীন
মীন রাশিতেই এই ৬ গ্রহের বিচরণ হবে। ফলে মীন রাশির জাতক জাতিকারা বিপুল লাভের মুখ দেখবেন। আত্মবিশ্বাসের দ্রুত বিকাশ হবে। হু হু করে বাড়বে আত্মবিশ্বাস। সমাজে মান সম্মানের বৃদ্ধি হবে। অপ্রত্যাশিত জায়গা থেকে বিপুল টাকা আসবে। মা বাবার সঙ্গে ভালো সময় কাটবে। চাকরিরতদের জন্য সময় ভালো। ব্যবসাতেও লাভ হবে। আয়ের নতুন রাস্তা খুলবে। স্বাস্থ্য ভালো থাকবে।
( Mauni Amavasya And Shanidev Yog:মৌনী অমাবস্যা ২০২৫ এ শনিদেব তৈরি করবেন এক বিরল যোগ! সঙ্গে বুধ, ভাগ্য খুলছে মেষ সহ ৩ রাশি)
মিথুন
যে কাজ শেষ করা নিয়ে আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন সেই কাজ এবার শেষ হতে চলেছে। সূর্য আর গুরুর কৃপায় আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন। শনিদেবের কৃপায় আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসার কাজে কোথাও যাত্রা করতে পারেন। জীবনে আনন্দ পাবেন সব দিক থেকে। অফিসে সিনিয়ররা আপনার সমর্থনে থাকবেন। সহকর্মীদের সঙ্গে দিনটি ভালো কাটবে। আপনি নানান দিক থেকে বহু মুনাফা পাবেন। জীবনে খুশি আনন্দ থাকবে।