বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বেশ কয়েকটি গ্রহ একসঙ্গে মিলিত হলে, তা কোনও তাবড় রাজযোগ তৈরি করে থাকে। জ্যোতিষশাস্ত্রমতে, গ্রহরা নিজেদের মতো করে নানান অবস্থান পাল্টাতে থাকে। তেমনভাবেই আসন্ন সময়ে তৈরি হতে চলেছে ষড়াষ্টক রাজযোগ। ২৯ মার্চ ২০২৫ সালে রয়েছে সূর্যগ্রহণ। আর সেই সময়ই রয়েছে ষড়গ্রহী যোগ। যেখানে ৬ টি গ্রহ একত্রিত হয়ে তৈরি করবে এই রাজযোগ। মীন রাশিতে এই বিরল রাজযোগ তৈরি হতে চলেছে। দেখা যাক, এর ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
সিংহ
এই যোগ আপনার রাশির অষ্টমভাবে তৈরি হবে। ফলে চাকরিতে উন্নতির যোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে যে পরিশ্রম এতদিন করেছেন, তার ফল এবার পেতে থাকবেন। ব্যবসায়ীরা ব্যাপক লাভ পাবেন। আপনার আয় এই সময় হু হু করে বেড়ে যেতে থাকবে। আপনার কাজের দিক থেকেও উন্নতির রেখা চওড়া হবে। আপনি বহু টাকার সেভিং করতে পারবেন।
ধনু
এই যোগ আপনার গোচর কুণ্ডলীতে চতুর্থ থাকবে। আপনার বিভিন্ন সুখ সুবিধা এই সময় বাড়তে পারে। চাকরিরতদের জন্য বেতনবৃদ্ধির যোগ দেখা যাবে। দাম্পত্য জীবনে প্রেমের দিক থেকে ভালো কাটবে। পারিবারিক জীবন আগের থেকে অনেক বেশি সুখে কাটবে। আপনার দৈনিক আয়ে হু হু করে বৃদ্ধি দেখা যাবে। কাজের সূত্রে কোথাও যাত্রা করতে পারবেন। মা ও শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভালোর দিকে যাবে।
মকর
ষড়গ্রহী যোগ আপনার জন্য খুবই লাভদায়ক হতে পারে। আপনার সাহস আর পরাক্রমে এই সময় বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীরা এই সময় বড় মুনাফা পেতে পারেন। চাকরিরতদের এই সময় পদোন্নতি হতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। সমাজে আপনার প্রভাব প্রতিষ্ঠা হতে পারে। আপনি বহু উৎস থেকে এই সময় টাকা পেতে পারেন। এই সময় দেশ বিদেশের যাত্রা করতে পারেন। কোথাও সম্পত্তি আর গাড়ি কেনার যোগ তৈরি হতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইম বাংলা।)