শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখীবন্ধন উৎসব পালিত হয়। এদিন বোনেরা ভাইয়ের হাতে রাখী বেঁধে তাঁদের সুখী জীবনের কামনা করে। এ সময় বাজারে নানান ডিজাইন ও রঙের রাখী পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতে, ভাইয়ের রাশি অনুযায়ী রাখী বাঁধা উচিত। ভাইয়ের রাশি অনুযায়ী রাখীর রং পছন্দ করলে, শুভ ফল পাওয়া যায়।
মেষ- এই রাশির অধিপতি মঙ্গল। ভাই যদি মেষ রাশির হয়, তা হলে লাল রঙের রাখী বাঁধা শুভ। এর ফলে তাঁর জীবনে ভরপুর শক্তি থাকে।
বৃষ- এই রাশির অধিপতি শুক্র। ভাইকে নীল রঙের রাখী বাঁধলে শুভ ফল পাওয়া যায়।

মিথুন- বুধ এই রাশির প্রভু। ভাই মিথুন রাশির হলে সবুজ রঙের রাখী বাঁধা উচিত। এতে সুখ-সমৃদ্ধি ও দীর্ঘায়ু লাভ হয়।
কর্কট- চন্দ্রমা এই রাশির অধিপতি হওয়ায় ভাইকে হলুদ অথবা সাদা রঙের রাখী বাঁধা উচিত।
সিংহ- সূর্য এই রাশির প্রভু, তাই লাল বা হলুদ রঙের রাখী নিজের ভাইয়ের জন্য পছন্দ করলে শুভ ফল পাওয়া যায়।

কন্যা- এই রাশির অধিপতি বুধ। সবুজ রঙের রাখী বাঁধলে গ্রহদোষ দূর হয়।
তুলা- নীল বা সাদা রাখী বাঁধা শুভ। এই রাশির অধিপতি শুক্র।
বৃশ্চিক- এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। তাই ভাইকে লাল রঙের রাখী বাঁধা উচিত।
ধনু- বৃহস্পতি এই রাশির প্রভু। ভাই বৃশ্চিক রাশির জাতক হলে সোনালী অথবা হলুদ রঙের রাখী বাঁধা উচিত।

মকর- শনি এই রাশির অধিপতি। ভাইয়ের জন্য নীল রঙের রাখী কিনুন।
কুম্ভ- এই রাশির অধিপতি গ্রহ শনি। রাখীর দিনে গাঢ় সবুজ রঙের রুদ্রাক্ষমালা পরা উচিত।
মীন- সোনালী বা হলুদ রঙের রাখী এই রাশির জাতকদের জন্য শুভ।