নয়া বছরে অত্যন্ত ভাগ্যবান হতে পারেন মেষ রাশির জাতকরা। চাকরি, অর্থ, পরিবার এবং ব্যবসায় আপনি সাফল্য পেতে পারেন। চাকরিতে উচ্চ আধিকারিকদের সহায়তা পাবেন। যাঁরা গবেষণার সঙ্গে যুক্ত, তাঁদের স্থান পরিবর্তনের যোগ তৈরি হবে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নয়া বছরে মেষ রাশির জাতকরা কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। নয়া বছরে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কাজের ক্ষেত্রে বজায় রাখতে হবে সততা। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে। তারইমধ্যে মেষ রাশির জাতকদের আগামী বছর চার মাস কিছুটা সতর্ক থাকতে হবে। দেখে নিন কোন মাসে সতর্ক থাকতে হবে -
কোন মাসে সমস্যা হতে পারে, জেনে নিন?
পড়ুয়াদের ক্ষেত্রে নয়া বছর খুব ভালো কাটবে না। ভালো-খারাপের মেলবন্ধনে কাটবে নয়া বছর। আগামী বছর মেষ রাশির দশম ঘরে অবস্থান করবেন শনি। সাফল্য পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আলস্য ঘিরে ধরতে পারে। আগামী ১৬ জানুয়ারি ধনু রাশিতে প্রবেশ করবেন মঙ্গল। সেই যোগের ফলে আপনার জীবনে সুখ আসবে। আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন হবে। তারইমধ্যে আগামী ১৩ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি। আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করেন। সেইসময় পড়ুয়াদের জীবনে সবথেকে বেশি প্রভাব পড়বে। এই সময় পড়ুয়াদের হলুদ রঙের জামাকাপড় পরার পরামর্শ দিয়েছেন জ্যোতিষীরা। সেই পরিস্থিতিতে জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত কিছুটা সতর্ক থাকতে হবে মেষ রাশির জাতকদের।