শনিবার (২ এপ্রিল) থেকে শুরু হয়েছে হিন্দু নববর্ষ ২০৭৯। বৈদিক পঞ্জিকা অনুযায়ী এই সম্বৎসররে নাম নল ও এর অধিপতি শুক্র। প্রতিটি হিন্দু নববর্ষের নিজস্ব রাজা, মন্ত্রী ও মন্ত্রিসভা থাকে। এই নব সম্বৎসরের রাজা শনি ও মন্ত্রী বৃহস্পতি। দুর্লভ সংযোগে নতুন সম্বৎসররে সূচনা হয়েছে। ১,৫০০ বছরে এমন দুর্লভ সংযোগ দেখা গিয়েছে। এ কারণে এই সম্বৎসররে গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। এই সম্বৎসর কোন রাশির জন্য শুভ এবং কার ওপর শনির আশীর্বাদ থাকবে জেনে নিন—মিথুন- এই রাশির ওপরও শনির বিশেষ আশীর্বাদ থাকবে। কারণ ২৯ এপ্রিল শনির কুম্ভে প্রবেশের সঙ্গে সঙ্গে এই রাশির জাতকরা আড়াইয়ের প্রভাব থেকে মুক্তি পাবেন। ব্যবসা ও কেরিয়ারে সাফল্য পাবেন। নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে। ব্যবসা বিস্তার হবে। পড়ুয়ারা ভাগ্যের সঙ্গ লাভ করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন। বহুদিন ধরে আটকে থাকা চুক্তি চূড়ান্ত হতে পারে।তুলা- এই রাশির জাতকদের জীবনে নতুন পথ উন্মুক্ত হবে। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। গাড়ি ও সম্পত্তির সুখ লাভ করবেন। ব্যবসায় পরিকল্পনা সফল হবে। শনির গোচরের সঙ্গে সঙ্গেই এই রাশির জাতকরা আড়াইয়ের প্রভাব থেকে মুক্ত হবেন। এর ফলে কেরিয়ারে নতুন সুযোগ পাবেন। ব্যবসায় ধন লাভ হবে। শনি এই হিন্দু নববর্ষের রাজা, আবার তুলা রাশির অধিপতি শুক্র। আবার শনি ও শুক্রের মধ্যে বন্ধুত্ব রয়েছে। এই কারণে এই বছর তুলা জাতকদের জন্য বিশেষ শুভ। ধনু- এই হিন্দু নববর্ষ ধনু রাশির জন্য শুভ প্রমাণিত হবে। এই বছরের রাজা শনি, ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে গোচর করে ধনু রাশির জাতকদের শনির সাড়েসাতি থেকে মুক্ত করবে। পাশাপাশি আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আটকে থাকা কাজও পূর্ণ হবে এই রাশির জাতকদের। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতি ও বেতনবৃদ্ধি হতে পারে। ে।