জ্যোতিষশাস্ত্রমতে খুব শিগগিরই মার্গী অবস্থানে যেতে চলেছেন বুধদেব। আজ ৭ এপ্রিল রাতেই বুধদেবের মার্গী অবস্থান শুরু হবে। আর ১১ এপ্রিল বুধদেবের নক্ষত্র পরিবর্তন হতে চলেছে। তিনি ১১ এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। যার প্রবাব কম বেশি ১২ রাশিতে পড়বে। ১১ এপ্রিল সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে এই প্রবেশ ঘটবে। এই উত্তরভাদ্রপদ নক্ষত্রের স্বামীগ্রহ হলেন শনিদেব। এই নক্ষত্রে ২৭ এপ্রিল পর্যন্ত থাকবেন বুধ। তারফলে বহু রাশি পাবে সুখের মুখের দেখা।
বৃষ
এই রাশির জাতক জাতিকাদের জন্য বুধের উত্তরভাদ্র নক্ষত্রে প্রবেশ খুবই লাভদায়ী হয়। এরফলে এই রাশির জাতক জাতিকারা বহু ক্ষেত্র থেকে লাভ পাবেন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা টাকা এই সময় হাতে চলে আসতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। ভবিষ্যৎ নিয়ে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। বন্ধু আর পরিবারের সম্পূর্ণ সমর্থন পেতে পারেন। নিজের লক্ষ্য পেতে সুবিধা হবে। বাড়িতে আসবে সুখ শান্তি। বুদ্ধির দিক থেকে বৃদ্ধি আপনাকে সহায়তা করবে।
সিংহ
হঠাৎ করে সম্পত্তি, টাকাকড়ির দিক থেকে পাবেন বিপুল লাভ। কোথাও যদি বিনিয়োগ করার কথা ভাবেন, তাহলে পাবেন লাভ। কোথাও বিনিয়োগ করার থাকলে, তাতে ভেবে চিন্তা করে বিনিয়োগ করুন। পরিবারের সঙ্গত, সব দিক থেকে পাবেন। আপনি লক্ষ্য প্রাপ্তিতে সমর্থ হবেন। এই সময় অনেক কিছু পেতে পারেন। টাকা সম্পর্কিত কোনও সিদ্ধান্ত ভেবে চিন্তা করে নিন। স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবেন। তবে খাবার দাবারের দিকে মন দিতে হবে।
( Neem Karoli Baba:নিম করোলি বাবা কে? তাঁর আশ্রমে গিয়েছিলেন জোবস থেকে জাকারবার্গরা! ১১ চমকপ্রদ তথ্য রইল)
( Chandra Gochar Astrology: চন্দ্রদেবের কৃপায় টাকায় পকেট ভরার যোগ আসছে এপ্রিলেই! লাকি রাশির লিস্টে কারা?)
ধনু
কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসলেও তা পার করা যাবে। কিছু সাফল্য আসবে। দাম্পত্য জীবনে তুমুল উন্নতির যোগ দেখা যাবে। মা বাবার থেকে কোনও বড় আশীর্বাদ পেতে পারেন। সম্পত্তি থেকে কোনও লাভ পাবেন। অফিসে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো হতে থাকবে। যার প্রভাবে কেরিয়ারে তুমুল উন্নতি হবে। কোনও সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )