Annapurna Puja Tithi and Tips: অন্নপূর্ণা পুজো কখন? বাসন্তী পুজোয় অষ্টমী তিথি কটায় পড়বে? কোন টোটকায় দুঃখ কাটবে Updated: 04 Apr 2025, 08:27 PM IST Ayan Das বাসন্তী পুজোর অষ্টমী তথা অন্নপূর্ণা পুজো শনিবার। পঞ্জিকা মতে কখন অষ্টমী তিথি শুরু হবে? কখন শেষ হবে অষ্টমী তিথি? আর বাসন্তী পুজোর অষ্টমীর দিন কোন কোন টোটকা মেনে চললে কষ্ট-দুঃখ দূর থাকবে? তা জানালেন জ্যোতিষীরা।