ধরা পড়ল কাবুলে গুরুদ্বারায় হামলার মূলচক্রী ফারুকি

শনিবার একটি বিশেষ অপারেশনে, কাবুলে গুরুদ্বারায় আক্রমণের মূলচক্রীকে ধরল আফগান পুলিশ। ২৫ মার্চ কাবুলে এই হামলায় মারা যায় ২৭ জন। অভিযোগের তির ওঠে আইসিসের দিকে। সেই ঘটনার নেপথ্যে থাকার অভিযোগে, ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি) টেরর গ্রুপের প্রধান আসলাম ফারুকিকে গ্রেফতার করা হয়েছে। আইএসকেপি আইসিসের শাখা সংগঠন। ফারুকির আরেক নাম মাওলাই আবদুল্লা।বিষদে জানতে দেখুন ভিডিও-