GST: মমতা সোচ্চার হতেই 'চপ মুড়ি' খাইয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে তৃণমূল
'আমাদের মুড়ি ফিরিয়ে দাও না হলে বিজেপি বিদায় নাও', এই বার্তায় সোচ্চার তৃণমূল। মুড়ির ওপর জিএসটি ইস্যুতে প্রতিবাদে নামল দুর্গাপুরের তৃণমূল নেতৃত্ব। সেখানে তৃণমূল নেতৃত্বের দাবি, মুড়ি কেন ঠোঙাতেও বসেথে জিএসটি। তার প্রতিবাদে সরব হয়েছেন বহু তৃণমূল কর্মী। তাঁদের দাবি গরিবের খাবার মুড়ি। আর তাতে জিএসটির কোপ বসিয়েছে বিজেপি সরকার। যা নিয়ে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সরব হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। দলীয় নেত্রীর সেই প্রতিবাদের পর এবার দুর্গাপুরে ৫০০ জনকে চপ ও মুড়ি খাইয়ে প্রতিবাদ দেখাল তৃণমূল।