বাংলা নিউজ >
দেখতেই হবে >
SSC Scam : ভিডিয়োয় ধরা পড়ল অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে টাকা গোনা নিয়ে প্রস্তুতি
Updated: 28 Jul 2022, 12:52 PM IST
লেখক Sritama Mitra
ভিডিয়োয় ধরা পড়ল অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে টাকা গোনা নিয়ে প্রস্তুতিপর পর ঢুকে গেল ৪ টি টাকা গোনার মেশিন। এসএসসি কাণ্ডে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার ফ্ল্যাটে আরও টাকার হদিশ পাওয়া গিয়েছে বলে খবর। সেখানে সকালেই পৌঁছে যান ইডির কর্তারা। দুপুর গড়াতেই আরও টাকার হদিশ পাওয়ার খবর আসতে থাকে। উল্লেখ্য, এর আগে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়। উদ্ধার হয়েছিল বহু মূল্য গয়না, বিদেশী মুদ্রা। এরপর বেলঘড়িয়া ঘিরে ক্রমেই বাড়ছে ফোকাস। এদিকে আজ টাকা গোনার যে যন্ত্র নতুন করে আনতে হয় বেল ঘড়িয়ায়। এই যন্ত্র দিয়ে প্রতি তিন সেকেন্ডে ১০০টি নোট পর্যন্ত গোনা সম্ভব বলে জানা গিয়েছে।