বড়দিনের উৎসবে মেতে উঠেছে বাংলা। বড়দিনের আগের রাত থেকেই শুরু হয়ে গিয়েছে উদযাপন। সেন্ট পলস্ ক্যাথিড্রাল চার্চে পৌঁছে যীশুর বিশেষ প্রার্থনায় সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে বড়দিনের আগের দুপুরে ঐতিহ্যবাহী ব্যান্ডেল চার্চ-এ পৌঁছেছিলেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বেলুড় মঠে এবছরও নজর কাড়ল যীশু পুজো। প্রথা মেনে সন্ধ্যা আরতির পর মূল মন্দিরের ভেতরে ডান দিকে পূজিত হলেন যীশু খ্রিস্ট। আলোয় সাজিয়ে, ধুপধুনো, ফুল মালা কেক মিষ্টি লজেন্স ইত্যাদি দিয়ে যীশুর পূজার্চনা করা হয়। মঠের সন্ন্যাসীরা ক্যারল সংগীত পরিবেশন করেন। এই বিশেষ দিনটিকে স্মরণ করে বাইবেল পাঠও করা হয়।