আরজি কর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠছে গোটা দেশ। ইতিমধ্যেই মামলার তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই। ঘটনায় গ্রেফতার এখনও পর্যন্ত একজন। ধৃত সঞ্জয় রায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট। এরই মাঝে প্রতিবাদে মুখর শহর। কলকাতার রাজপথে এদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদে নামেন প্রেসিডেন্সির প্রাক্তনীরা। কলেজস্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত তাঁরা এই প্রতিবাদ মিছিল এগিয়ে নিয়ে যান।